ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

কর্মীদের বেতন-ভাতা বিকাশে দেবে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স

  • আপডেট সময় : ০১:৫৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কর্মীদের বেতন, কমিশন ও অন্যান্য ভাতা বিতরণে এখন থেকে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সম্প্রতি বিকাশের সঙ্গে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ; হেড অব পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই চুক্তির ফলে এই মুহূর্তে প্রতিষ্ঠানটির ৫০০ কর্মী বিকাশের পে-রোল সল্যুশনের মাধ্যমে তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা ও কমিশনের একটি অংশ গ্রহণ করবেন। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির ১৫০০ কর্মীকে এই ডিজিটাল পে-রোল সেবার আওতায় নিয়ে আসা হবে। বিকাশে বেতন দেওয়ার সেবা গ্রহণ করায় এক দিকে কর্মীরা যেমন সহজে বেতন-ভাতা পাচ্ছেন, অন্যদিকে ক্যাশ টাকার ঝামেলা দূর হওয়ায় সামগ্রিক বেতন ব্যবস্থাপনা আরো সহজ ও সাশ্রয়ী হয়েছে। ফলে দেশের ৮ শতাধিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কর্মীদের বেতন-ভাতা বিকাশে দেবে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স

আপডেট সময় : ০১:৫৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : কর্মীদের বেতন, কমিশন ও অন্যান্য ভাতা বিতরণে এখন থেকে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সম্প্রতি বিকাশের সঙ্গে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ; হেড অব পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই চুক্তির ফলে এই মুহূর্তে প্রতিষ্ঠানটির ৫০০ কর্মী বিকাশের পে-রোল সল্যুশনের মাধ্যমে তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা ও কমিশনের একটি অংশ গ্রহণ করবেন। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির ১৫০০ কর্মীকে এই ডিজিটাল পে-রোল সেবার আওতায় নিয়ে আসা হবে। বিকাশে বেতন দেওয়ার সেবা গ্রহণ করায় এক দিকে কর্মীরা যেমন সহজে বেতন-ভাতা পাচ্ছেন, অন্যদিকে ক্যাশ টাকার ঝামেলা দূর হওয়ায় সামগ্রিক বেতন ব্যবস্থাপনা আরো সহজ ও সাশ্রয়ী হয়েছে। ফলে দেশের ৮ শতাধিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।