ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

কর্মীদের জন্য বুস্টার বাধ্যবাধকতা তুলে দিলো মেটা

  • আপডেট সময় : ০১:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাস মহামারীর শুরুতে গোটা বিশ্বে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই প্রথম বাসা-থেকে-কাজের ধারণা নিয়ে এগিয়ে আসে। এরপর কর্মস্থলে শারীরিক উপস্থিতি বিষয়েও নানা সিদ্ধান্তের প্রচলন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই। এবার মহামারীর শেষ পর্যায়েও নতুন সিদ্ধান্তের কথা জানালো ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
মার্কিন যুক্তরাষ্ট্রে মেটা কার্যালয়ে প্রবেশের জন্য কর্মীদের আর কোভিড -১৯ বুস্টারের প্রয়োজন হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কোম্পানির একজন মুখপাত্র শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।‎
“সিডিসির গাইডলাইন অনুসারে আমরা নিয়মাবলী আপডেট করছি।” – মেটার মুখপাত্র টেসি ক্লেটন বলেন। “এর ধারাবাহিকতায় যদিও বুস্টার ডোজ গ্রহন করার বিষয়টি এখনও দৃঢ়ভাবে সুপারিশ করা হচ্ছে, আমাদের অফিসে বিষয়টি আমরা বাধ্যতামূলক রাখছি না।”
এর আগে ওমিক্রন ভেরিয়েন্ট পরিস্থিতি পর্যবেক্ষণকালে অফিসে ফিরে আসা সকল কর্মীর বুস্টার টিকার প্রমাণ উপস্থাপন করতে হবে মর্মে সিদ্ধান্ত জানিয়েছিল সোশাল মিডিয়া কোম্পানিটি। গত ডিসেম্বরেই টিকা বিমুখ কর্মীদের বেলায় টিকা গ্রহন না করা পর্যন্ত অবৈতনিক ছুটির আওতায় এনে বেতন কর্তনের হুমকি দিয়েছিল সিলিকন ভ্যালির পুরোনো প্রতিষ্ঠান ইনটেল। তারও আগে, ২০২০ সালের ডিসেম্বরে টিকা গ্রহন না করা কর্মীদের কাজে ফেরার বিষয়ে শিথিলতার ঘোষণা দিয়ে কার্যালয়ে টিকাকেন্দ্র বসিয়েছিল সে সময়ের ফেইসবুক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কর্মীদের জন্য বুস্টার বাধ্যবাধকতা তুলে দিলো মেটা

আপডেট সময় : ০১:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২

প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাস মহামারীর শুরুতে গোটা বিশ্বে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই প্রথম বাসা-থেকে-কাজের ধারণা নিয়ে এগিয়ে আসে। এরপর কর্মস্থলে শারীরিক উপস্থিতি বিষয়েও নানা সিদ্ধান্তের প্রচলন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই। এবার মহামারীর শেষ পর্যায়েও নতুন সিদ্ধান্তের কথা জানালো ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
মার্কিন যুক্তরাষ্ট্রে মেটা কার্যালয়ে প্রবেশের জন্য কর্মীদের আর কোভিড -১৯ বুস্টারের প্রয়োজন হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কোম্পানির একজন মুখপাত্র শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।‎
“সিডিসির গাইডলাইন অনুসারে আমরা নিয়মাবলী আপডেট করছি।” – মেটার মুখপাত্র টেসি ক্লেটন বলেন। “এর ধারাবাহিকতায় যদিও বুস্টার ডোজ গ্রহন করার বিষয়টি এখনও দৃঢ়ভাবে সুপারিশ করা হচ্ছে, আমাদের অফিসে বিষয়টি আমরা বাধ্যতামূলক রাখছি না।”
এর আগে ওমিক্রন ভেরিয়েন্ট পরিস্থিতি পর্যবেক্ষণকালে অফিসে ফিরে আসা সকল কর্মীর বুস্টার টিকার প্রমাণ উপস্থাপন করতে হবে মর্মে সিদ্ধান্ত জানিয়েছিল সোশাল মিডিয়া কোম্পানিটি। গত ডিসেম্বরেই টিকা বিমুখ কর্মীদের বেলায় টিকা গ্রহন না করা পর্যন্ত অবৈতনিক ছুটির আওতায় এনে বেতন কর্তনের হুমকি দিয়েছিল সিলিকন ভ্যালির পুরোনো প্রতিষ্ঠান ইনটেল। তারও আগে, ২০২০ সালের ডিসেম্বরে টিকা গ্রহন না করা কর্মীদের কাজে ফেরার বিষয়ে শিথিলতার ঘোষণা দিয়ে কার্যালয়ে টিকাকেন্দ্র বসিয়েছিল সে সময়ের ফেইসবুক।