কটু অবসর নিন: কাজের ফাঁকে একটু অবসর নিতে পারেন। তাহলে অনেকটা হালকা অনুভব করবেন। হাজার কাজের মাঝে নিজেকে সময় দেওয়াও একটি কাজ, যা আপনাকে মানসিকভাবে শান্তি দেবে। যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত রাখবে।
কর্মস্থলে একটু ঘুরুন: যদি অফিসের নিচে বাগান বা ছোট মাঠ বা পার্কিং এরিয়া থাকে, তাহলে সেখান থেকে একটু পায়চারী করে আসুন। এতে মানসিক চাপ অনেকটা কমবে। এছাড়া পাশের টেবিলে কে কী করছেন; তা-ও একটু ঘুরে ঘুরে দেখতে পারেন। এতে নিজেও কাজের উৎসাহ পাবেন।
বসার জায়গা পরিবর্তন: এক জায়গায় বসে কাজ করতে করতে হয়তো হাঁপিয়ে উঠছেন। তাই বসার জায়গাটি পরিবর্তন করা ভালো। জানালার পাশে, যেখানে রোদের আলো পড়ে, বৃষ্টি দেখা যায়; সে জায়গাটি বেছে নিতে পারেন। এতে রাগ-ক্রোধ খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন।
হালকা ব্যায়াম: মাঝে মাঝে আমরা অনেক চাপ নিই। যা শরীরেও প্রভাব ফেলে। ফলে মাথাব্যথা, ঘাড়ের রগে টান পড়া স্বাভাবিক ব্যাপার হয়ে ওঠে। তাই কাজের ফাঁকে ফাঁকে একটু ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নেওয়া উচিত। এতে মন ভালো থাকে। নিজের মধ্যে প্রশান্তি কাজ করে।
ধ্যান করুন: কাজ করতে গিয়ে বসের বকা খেতে হয়। এমন অবস্থায় দেখা যায়, রাগটি গিয়ে পড়ে অন্য মানুষের ওপর। তখন অন্য মানুষের কষ্ট আপনাকেও কষ্ট দেয়। এজন্য খুব রাগের সময় একটু মেডিটেশন বা ধ্যান করে নিতে পারেন। এ সময় ভালো কথা চিন্তা করুন আর ধীরে ধীরে শ্বাস নিন। দেখবেন রাগ কমে গেছে।