নিজস্ব প্রতিবেদক :সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচিতে নাশকতা করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। তারা সবাই ঢাকা জেলা বিএনপির নেতাকর্মী।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেনÑঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান, ধামররাই থানার পৌর যুবদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস, সাভার মডেল থানার কাউন্দিয়া গ্রামের মৃত হাজী ইলিয়াসের ছেলে ও ঢাকা জেলার বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম, ধামরাই থানা যুবদলের সদস্য মো. রাজীব হোসেন এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার পাইকপাড়া গ্রামের মো. খোয়াজের ছেলে ও সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন। পুলিশের ভাষ্য, চলতি বছরের ২৯ জুলাই বিএনপির সারাদেশে অবস্থান কর্মসূচির ডাক দেয়। ওইদিন বেলা সোয়া তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আশুলিয়া থানার নিরিবিলি গ্রামের এইচ.আর.সি গেইটের পূর্ব পাশে ঢাকা-আরিচাগামী মহাসড়কে গাড়ি ভাঙচুর করের গ্রেপ্তারকৃতরা। এছাড়াও তারা ককটেল ফুটিয়ে এবং বাসে আগুন দিয়ে বিশৃঙ্খলতার সৃষ্টি করেন। এ ঘটনায় ৩০ জুলাই ক্ষতিগ্রস্ত বিকাশ বাসের চালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন। আশুলিয়ার থানার মামলা নম্বর-৮৬। ধারা-১৪৩/৪৩৫/৪২৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ ধারায়।
পুলিশ জানায়, ঢাকার এসপি মো. আসাদুজ্জামানের নির্দেশে আশুলিয়া থানা ও জেলা গোয়েন্দা শাখার (উত্তর) সমন্বয়ে গঠিত একটি দল অভিযানে নামে। অভিযানে সিসিটিভি ফুটেজ পর্যালোচলা করে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ আগস্ট শহিদুল ইসলাম, মো. সুরুজ্জামান এবং মো. মুমিনুল ইসলাম নামের তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে গত ৭ আগস্ট খুলনা, রংপুর, মানিকগঞ্জ, গাজিপুর, ঢাকায় অভিযান চালিয়ে অপূর্ব চন্দ্র দাস, মো. রাজীব হোসেন এবং মো. সুজন নামের তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে ঢাকার এসপি বলেন, গ্রেপ্তারকৃতরা ওইদিন নাশকতায় জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন।
কর্মসূচিতে নাশকতার অভিযোগে ঢাকা জেলা বিএনপি ছয় নেতাকর্মী গ্রেপ্তার
জনপ্রিয় সংবাদ





















