অর্থ-বাণিজ্য ডেস্ক : কর্মসংস্থান ব্যাংকের শাখা নিয়ন্ত্রণ বিভাগের আয়োজনে বৃহস্পতিবার প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব মো. নূরুল আমিন। ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, মহাব্যবস্থাপক গৌতম সাহা, মেহের সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন-এর সভাপতিত্বে ব্যাংকের বিগত অর্থবছরের ব্যবসায়িক পর্যালোচনা ও চলতি ২০২২-২০২৩ অর্থবছরের কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে আলোচনা হয়। এতে ব্যাংকের সকল বিভাগীয় উপমহাব্যবস্থাপক, নিরীক্ষা প্রধান ও আঞ্চলিক ব্যবস্থাপক অংশগ্রহণ করেন। এসময় প্রধান কার্যালয়ের সকল উপমহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন।