অর্থ-বাণিজ্য ডেস্ক : কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগের আয়োজনের আওতাধীন আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকার পুস্পদাম রেস্টুরেন্ট, এন এস সি টাওয়ারে এ সভার আয়োজন করা হয়। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নূরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, মহাব্যবস্থাপক গৌতম সাহা, মেহের সুলতানা ও মাহমুদা ইয়াসমীন। এসময়ে ঢাকা বিভাগীয় উপমহাব্যবস্থাপক এস এম এমাম মাসুম-এর সভাপতিত্বে ১১টি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপকসহ ৮২টি শাখার শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ