আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে কর্মজীবী নারীদের আপাতত ঘরে থাকার নির্দেশ দিয়েছে তালেবান। বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানে কর্মরত নারীদের তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা না হওয়া পর্যন্ত ঘরে থাকতে হবে। এটি খুবই স্বল্প সময়ের জন্য একটি প্রক্রিয়া। আফগান নারীদের পরিস্থিতি সম্পর্কে মুজাহিদ বলেছিলেন যে, ‘যেকোনো ধরনের বিধিনিষেধ স্বল্পস্থায়ী হবে’। খবর বিবিসির।
তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনীর অনেকেরই প্রশিক্ষণ নেই যে, কিভাবে নারীদের সাথে আচরণ করতে হয় বা তাদের সাথে কিভাবে কথা বলতে হয়। পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা নারীদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছি।’ মুজাহিদ দেশটির বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির কথা তুলে ধরে বলেন যে, আফগানদের সেদিকে যাওয়ার চেষ্টা করা উচিৎ নয়। তিনি আরও বলেন, ‘আমেরিকার উচিৎ আফগানদের চলে যাওয়ার জন্য উৎসাহিত করা বন্ধ করা। কারণ আফগানিস্তানের তাদের প্রতিভার প্রয়োজন রয়েছে।’ যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ত্যাগের জন্য বেঁধে দেয়া ৩১শে আগস্টের সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস স্বীকার করেছেন যে, প্রেসিডেন্ট জো বাইডেনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নেই।
কর্মজীবী নারীদের আপাতত ঘরে থাকার নির্দেশ তালেবানের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ