ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

  • আপডেট সময় : ০৮:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এতে করে শিক্ষকরা এবার থেকে কর্মচারীদের সমান উৎসব ভাতা পাবেন।
শনিবার (২৬ এপ্রিল) আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। প্রসঙ্গত, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা উৎসব ভাতা পান বেতনের ২৫ শতাংশ। আর শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা উৎসব ভাতা পান ৫০ শতাংশ। ২০০৪ সালের ২২ জানুয়ারির অফিস আদেশে শিক্ষকরা এই বৈষম্যের শিকার হন। কিন্তু দীর্ঘ দিনেও এই বৈষম্য দূর হয়নি। ২০২৪ সালের ২৯ জানুয়ারি ‘স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ’র এক সভায় বিগত সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল বৈষম্য দূর করে শিক্ষক-কর্মচারী সবার উৎসব ভাতা বাড়োনোর কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করার কথা জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে ঈদ বোনাস পেয়ে থাকেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিলো অন্তর্বর্তীকালীন সরকার।’ ঈদুল আজহার আগে যদি শিক্ষকরা ৫০ শতাংশ উৎসব ভাতা পান তাহলে কর্মচারীদের সঙ্গে শিক্ষকদের এই বৈষম্য দূর হবে।

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

আপডেট সময় : ০৮:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এতে করে শিক্ষকরা এবার থেকে কর্মচারীদের সমান উৎসব ভাতা পাবেন।
শনিবার (২৬ এপ্রিল) আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। প্রসঙ্গত, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা উৎসব ভাতা পান বেতনের ২৫ শতাংশ। আর শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা উৎসব ভাতা পান ৫০ শতাংশ। ২০০৪ সালের ২২ জানুয়ারির অফিস আদেশে শিক্ষকরা এই বৈষম্যের শিকার হন। কিন্তু দীর্ঘ দিনেও এই বৈষম্য দূর হয়নি। ২০২৪ সালের ২৯ জানুয়ারি ‘স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ’র এক সভায় বিগত সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল বৈষম্য দূর করে শিক্ষক-কর্মচারী সবার উৎসব ভাতা বাড়োনোর কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করার কথা জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে ঈদ বোনাস পেয়ে থাকেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিলো অন্তর্বর্তীকালীন সরকার।’ ঈদুল আজহার আগে যদি শিক্ষকরা ৫০ শতাংশ উৎসব ভাতা পান তাহলে কর্মচারীদের সঙ্গে শিক্ষকদের এই বৈষম্য দূর হবে।