ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

কর্ণকে মুখের উপর ‘না’ রণবীরের, কারণ কী?

  • আপডেট সময় : ১২:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : আসছে কর্ণ জোহরের টক শোয়ের নতুন শো। যে শোয়ে প্রথম পর্বে অতিথি হিসেবে আসার কথা ছিল রণবীর কপূর এবং আলিয়া ভট্টর। আর দিন কয়েকের অপেক্ষা। শুরু হতে চলেছে কর্ণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ কর্ণ’-এর সপ্তম সিজন। তার প্রথম পর্বে অতিথি হিসেবে আসার কথা ছিল নবদম্পতি রণবীর কপূর এবং আলিয়া ভট্টের। কিন্তু শোনা যাচ্ছে, রণবীরই নাকি সটান না করে দিয়েছেন কর্ণকে। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পরিচালক। মুম্বই সংবাদমাধ্যমকে কর্ণ বলেন, “রণবীর আমাকে বলেছে, আমি তোমার শোয়ে যাব না। তোমার শো থেকে ফেরার পরে বহু দিন আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমাকে তাই দয়া করে আমন্ত্রণ জানিয়ো না।”মুম্বইয়ের ওই সংবাদ সংস্থার খবর, শেষ বার রণবীর সিংহের সঙ্গে ওই শোয়ে যোগ দেন রণবীর কপূর। সেখানকার আড্ডা এবং চর্চায় ভর করে তার পরেই নাকি বিভিন্ন কারণে শিরোনামে উঠে আসে ঋষি-তনয়ের নাম। এই ধরনের সমস্ত রকম বিতর্ক এড়াতে নাকি এ বারের সিজনে কর্ণের অতিথি হতে নারাজ তিনি।কানাঘুষো বলছে, এক সময়ে নাকি রণবীর ও অনুষ্কা শর্মা মিলে ঠিক করেছিলেন কর্ণের এই শো-এর বিরুদ্ধে গোটা বলিপাড়াকে একজোট করবেন। যাতে এই শো বন্ধ করা যায়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কর্ণকে মুখের উপর ‘না’ রণবীরের, কারণ কী?

আপডেট সময় : ১২:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

বিনোদন ডেস্ক : আসছে কর্ণ জোহরের টক শোয়ের নতুন শো। যে শোয়ে প্রথম পর্বে অতিথি হিসেবে আসার কথা ছিল রণবীর কপূর এবং আলিয়া ভট্টর। আর দিন কয়েকের অপেক্ষা। শুরু হতে চলেছে কর্ণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ কর্ণ’-এর সপ্তম সিজন। তার প্রথম পর্বে অতিথি হিসেবে আসার কথা ছিল নবদম্পতি রণবীর কপূর এবং আলিয়া ভট্টের। কিন্তু শোনা যাচ্ছে, রণবীরই নাকি সটান না করে দিয়েছেন কর্ণকে। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পরিচালক। মুম্বই সংবাদমাধ্যমকে কর্ণ বলেন, “রণবীর আমাকে বলেছে, আমি তোমার শোয়ে যাব না। তোমার শো থেকে ফেরার পরে বহু দিন আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমাকে তাই দয়া করে আমন্ত্রণ জানিয়ো না।”মুম্বইয়ের ওই সংবাদ সংস্থার খবর, শেষ বার রণবীর সিংহের সঙ্গে ওই শোয়ে যোগ দেন রণবীর কপূর। সেখানকার আড্ডা এবং চর্চায় ভর করে তার পরেই নাকি বিভিন্ন কারণে শিরোনামে উঠে আসে ঋষি-তনয়ের নাম। এই ধরনের সমস্ত রকম বিতর্ক এড়াতে নাকি এ বারের সিজনে কর্ণের অতিথি হতে নারাজ তিনি।কানাঘুষো বলছে, এক সময়ে নাকি রণবীর ও অনুষ্কা শর্মা মিলে ঠিক করেছিলেন কর্ণের এই শো-এর বিরুদ্ধে গোটা বলিপাড়াকে একজোট করবেন। যাতে এই শো বন্ধ করা যায়।