বাণিজ্যডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে পরিচালিত ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে ২০টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছে এক্সিম ব্যাংক। ১৮ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের কাছে ক্যানোলা মেশিনগুলো হস্তান্তর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। আরও উপস্থিত ছিলেন- এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেনসহ ঢাকা উত্তর সিটি করপোরেশন, ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল ও এক্সিম ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা।


























