ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

করোনা সংক্রমণ নিয়ে সুখবর দিল ডব্লিউএইচও

  • আপডেট সময় : ১১:২৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কিছুটা সুখবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সাম্প্রতিক এক সপ্তাহের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ডব্লিউএইচও বলছে, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ দ্রুতগতিতে বাড়লেও বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ পরিস্থিতি এখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে। গত দুই মাসে ডেলটা ধরনের সংক্রমণের হারের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল বলছে ডব্লিউএইচও।
সিএনএন ও নিউইয়র্ক টাইমসের খবরে জানা যায়, ডব্লিউএইচও বলেছে ২২ আগস্ট শেষ হওয়া সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় নতুন করে ৪৫ লাখ মানুষ সংক্রমিত হয়েছে। এক সপ্তাহ আগেও নতুন সংক্রমিতের সংখ্যা প্রায় একই রকম ছিল। দুই মাসের পর্যালোচনার ভিত্তিতে করোনা সংক্রমিতের হার স্থিতিশীল রয়েছে।
আগের সপ্তাহের তুলনায় করোনার মৃত্যুর হার একই রকম রয়েছে। বিশ্বে করোনায় মৃত্যু ৬৮ হাজারের আশপাশে রয়েছে। তবে ডব্লিউএইচও বলছে, ইউরোপ ও আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে।
এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, করোনা সংক্রমণ স্থিতিশীল রয়েছে। তিনি এ–ও বলেন, ‘যেকোনো জায়গায় করোনাভাইরাসের সংক্রমণ থাকলেই সব জায়গার জন্য এটি হুমকি।’ করোনা প্রতিরোধে টিকাদান ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ডব্লিউএইচওর হিসাবে, অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। আগের সপ্তাহের তুলনায় যুক্তরাষ্ট্রে সংক্রমণ বেড়েছে ১৫ শতাংশ। দেশটিতে করোনায় গত এক সপ্তাহে ৬ হাজার ৭১২ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুহার আগের সপ্তাহের তুলনায় ৫৮ শতাংশ বেশি।
যুক্তরাজ্যেও করোনার সংক্রমণ বাড়ছে। তবে এ জন্য বিধিনিষেধ তুলে দেওয়াকে কারণ বলে মনে করছে ডব্লিউএইচও। তাদের হিসাবে, এক সপ্তাহে দেশটিতে করোনার সংক্রমণ বেড়েছে ১১ শতাংশ। ভারত, ইরান ও ব্রাজিলে গত সপ্তাহে করোনা সংক্রমণের হার কমেছে। তবে জাপানে গত সপ্তাহের তুলনায় করোনার সংক্রমণ ৩৪ শতাংশ বেড়েছে। দক্ষিণ–পূর্ব এশিয়ার কিছু দেশ যেমন মালয়েশিয়া, ফিলিপাইনে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। থাইল্যান্ড ও ফিলিপাইনে সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বেড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত ২১ কোটি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। আর করোনার মারা গেছেন ৪৪ লাখের বেশি মানুষ। ডব্লিউএইচওর হিসাবে, গত মে মাসে বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। তবে ডেলটা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পরে গত দুই মাসে অনেক দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যায়।
পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে করোনার সংক্রমণ বাড়লেও দক্ষিণ–পূর্ব এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে করোনার সংক্রমণ কমেছে। অন্যান্য অঞ্চলে সংক্রমণ স্থিতিশীল রয়েছে। বাংলাদেশেও ডেলটার ব্যাপক সংক্রমণের পরে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৭০ দিন পর গতকাল বুধবার দেশে রোগী শনাক্তের হার ১৫ শতাংশের নিচে নেমেছে। সংক্রমণের পাশাপাশি মৃত্যুও কমছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। এর চেয়ে কম ১১২ জনের মৃত্যু হয়েছিল গত ২৯ জুন।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে করোনার ডেলটা ধরনের সংক্রমণ বাড়ছে। সতর্কতার সঙ্গে বিধিনিষেধ শিথিল করার ওপর জোর দিয়েছে ডব্লিউএইচও। সেই সঙ্গে ডেলটা ধরনের সংক্রমণরোধে টিকাদান কর্মসূচি সম্প্রসারিত করার ওপর জোর দিয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আয়নাঘরের পরতে পরতে নির্যাতনের চিহ্ন

করোনা সংক্রমণ নিয়ে সুখবর দিল ডব্লিউএইচও

আপডেট সময় : ১১:২৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কিছুটা সুখবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সাম্প্রতিক এক সপ্তাহের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ডব্লিউএইচও বলছে, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ দ্রুতগতিতে বাড়লেও বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ পরিস্থিতি এখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে। গত দুই মাসে ডেলটা ধরনের সংক্রমণের হারের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল বলছে ডব্লিউএইচও।
সিএনএন ও নিউইয়র্ক টাইমসের খবরে জানা যায়, ডব্লিউএইচও বলেছে ২২ আগস্ট শেষ হওয়া সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় নতুন করে ৪৫ লাখ মানুষ সংক্রমিত হয়েছে। এক সপ্তাহ আগেও নতুন সংক্রমিতের সংখ্যা প্রায় একই রকম ছিল। দুই মাসের পর্যালোচনার ভিত্তিতে করোনা সংক্রমিতের হার স্থিতিশীল রয়েছে।
আগের সপ্তাহের তুলনায় করোনার মৃত্যুর হার একই রকম রয়েছে। বিশ্বে করোনায় মৃত্যু ৬৮ হাজারের আশপাশে রয়েছে। তবে ডব্লিউএইচও বলছে, ইউরোপ ও আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে।
এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, করোনা সংক্রমণ স্থিতিশীল রয়েছে। তিনি এ–ও বলেন, ‘যেকোনো জায়গায় করোনাভাইরাসের সংক্রমণ থাকলেই সব জায়গার জন্য এটি হুমকি।’ করোনা প্রতিরোধে টিকাদান ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ডব্লিউএইচওর হিসাবে, অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। আগের সপ্তাহের তুলনায় যুক্তরাষ্ট্রে সংক্রমণ বেড়েছে ১৫ শতাংশ। দেশটিতে করোনায় গত এক সপ্তাহে ৬ হাজার ৭১২ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুহার আগের সপ্তাহের তুলনায় ৫৮ শতাংশ বেশি।
যুক্তরাজ্যেও করোনার সংক্রমণ বাড়ছে। তবে এ জন্য বিধিনিষেধ তুলে দেওয়াকে কারণ বলে মনে করছে ডব্লিউএইচও। তাদের হিসাবে, এক সপ্তাহে দেশটিতে করোনার সংক্রমণ বেড়েছে ১১ শতাংশ। ভারত, ইরান ও ব্রাজিলে গত সপ্তাহে করোনা সংক্রমণের হার কমেছে। তবে জাপানে গত সপ্তাহের তুলনায় করোনার সংক্রমণ ৩৪ শতাংশ বেড়েছে। দক্ষিণ–পূর্ব এশিয়ার কিছু দেশ যেমন মালয়েশিয়া, ফিলিপাইনে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। থাইল্যান্ড ও ফিলিপাইনে সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বেড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত ২১ কোটি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। আর করোনার মারা গেছেন ৪৪ লাখের বেশি মানুষ। ডব্লিউএইচওর হিসাবে, গত মে মাসে বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। তবে ডেলটা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পরে গত দুই মাসে অনেক দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যায়।
পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে করোনার সংক্রমণ বাড়লেও দক্ষিণ–পূর্ব এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে করোনার সংক্রমণ কমেছে। অন্যান্য অঞ্চলে সংক্রমণ স্থিতিশীল রয়েছে। বাংলাদেশেও ডেলটার ব্যাপক সংক্রমণের পরে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৭০ দিন পর গতকাল বুধবার দেশে রোগী শনাক্তের হার ১৫ শতাংশের নিচে নেমেছে। সংক্রমণের পাশাপাশি মৃত্যুও কমছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। এর চেয়ে কম ১১২ জনের মৃত্যু হয়েছিল গত ২৯ জুন।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে করোনার ডেলটা ধরনের সংক্রমণ বাড়ছে। সতর্কতার সঙ্গে বিধিনিষেধ শিথিল করার ওপর জোর দিয়েছে ডব্লিউএইচও। সেই সঙ্গে ডেলটা ধরনের সংক্রমণরোধে টিকাদান কর্মসূচি সম্প্রসারিত করার ওপর জোর দিয়েছে।