ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

করোনা পজিটিভ ইমরুল কায়েস ও তুষার ইমরান

  • আপডেট সময় : ১০:১৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ১৬৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরুর ৭২ ঘন্টা আগে দুঃসংবাদ পেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। দল দুটির অন্যতম সিনিয়র সদস্য ইমরুল কায়েস আর তুষার ইমরান করোনা পজিটিভ। ঢাকা প্রিমিয়ার লিগের কো অর্ডিনেটর আমিন খান গতকাল শনিবার জানিয়েছেন, ব্রাদার্স ইউনিয়নের অন্যতম সিনিয়র ক্রিকেটার তুষার ইমরান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের টপঅর্ডার ইমরুল কায়েস কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন। এছাড়া শেখ জামালের ম্যানেজার টিপুও কোভিড পজিটিভ। তবে ইমরুল কায়েসের দাবি, তিনি সম্পূর্ণ সুস্থ এবং শুক্রবারও জিম করেছেন। শনিবার দুপুরে ইমরুল জানান, ‘আমার কোনরকম শারীরিক সমস্যা নেই। গতকাল করা রিপোর্টে পজিটিভ এসেছে। তবে আমি গতকাল শনিবার সকালে দুই জায়গায় (স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিডিআরবিতে) করোনার স্যাম্পল দিয়ে এসেছি।’
ইমরুলের দৃঢ় বিশ্বাস, তার এবারের রিপোর্ট নেগেটিভ আসবে। একই অবস্থা তুষার ইমরানেরও। জাতীয় দলের এ সাবেক ক্রিকেটার এবং ব্রাদার্সের অন্যতম শীর্ষ তারকা তুষার ইমরান জানান, তারও কোনো শারীরিক সমস্যা বা উপসর্গ নেই। গত কয়েকদিনে কয়েকবারই রুটিন টেস্ট করেছেন। গত শুক্রবারও ছিল নেগেটিভ। গতকাল শনিবার হঠাৎ করে পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি বলেন, ‘এমনিতে কোন সমস্যা নেই। দল উঠে গেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। আমি শুধু ঝুলে আছি।’ সারা সময় ভাল থেকে একদম লিগ শুরুর আগে পজিটিভ হওয়ায় খানিক চিন্তিত তুষার, ‘দেখা যাক, আল্লাহ ভরসা। আজকের টেস্টের ফল কী আসে দেখি। তারপর বলা যাবে।’ গতকাল থেকে প্রিমিয়ার লিগের ১২ দল রাজধানীর চারটি ৫ তারকা হোটেলে জৈব সুরক্ষা বলয়ে উঠেছে। আর ৩১ মে থেকে শুরু প্রিমিয়ার লিগ। টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের লিগে প্রতিদিন তিন মাঠে হবে ৬ টি খেলা। মানে এক রাউন্ডে সব কটা দল একদিনে একটি করে ম্যাচ খেলে ফেলবে। খেলা হবে শেরে বাংলা স্টেডিয়াম এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে। প্রতি সকাল ৯টায় শুরু হবে প্রথম ম্যাচ, পরেরটি দুপুর দেড়টা থেকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কোম্পানির বার্ষিক সভা মঞ্চে রোবটের সঙ্গে নাচলেন ইলন মাস্ক

করোনা পজিটিভ ইমরুল কায়েস ও তুষার ইমরান

আপডেট সময় : ১০:১৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

ক্রীড়া প্রতিবেদক : প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরুর ৭২ ঘন্টা আগে দুঃসংবাদ পেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। দল দুটির অন্যতম সিনিয়র সদস্য ইমরুল কায়েস আর তুষার ইমরান করোনা পজিটিভ। ঢাকা প্রিমিয়ার লিগের কো অর্ডিনেটর আমিন খান গতকাল শনিবার জানিয়েছেন, ব্রাদার্স ইউনিয়নের অন্যতম সিনিয়র ক্রিকেটার তুষার ইমরান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের টপঅর্ডার ইমরুল কায়েস কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন। এছাড়া শেখ জামালের ম্যানেজার টিপুও কোভিড পজিটিভ। তবে ইমরুল কায়েসের দাবি, তিনি সম্পূর্ণ সুস্থ এবং শুক্রবারও জিম করেছেন। শনিবার দুপুরে ইমরুল জানান, ‘আমার কোনরকম শারীরিক সমস্যা নেই। গতকাল করা রিপোর্টে পজিটিভ এসেছে। তবে আমি গতকাল শনিবার সকালে দুই জায়গায় (স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিডিআরবিতে) করোনার স্যাম্পল দিয়ে এসেছি।’
ইমরুলের দৃঢ় বিশ্বাস, তার এবারের রিপোর্ট নেগেটিভ আসবে। একই অবস্থা তুষার ইমরানেরও। জাতীয় দলের এ সাবেক ক্রিকেটার এবং ব্রাদার্সের অন্যতম শীর্ষ তারকা তুষার ইমরান জানান, তারও কোনো শারীরিক সমস্যা বা উপসর্গ নেই। গত কয়েকদিনে কয়েকবারই রুটিন টেস্ট করেছেন। গত শুক্রবারও ছিল নেগেটিভ। গতকাল শনিবার হঠাৎ করে পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি বলেন, ‘এমনিতে কোন সমস্যা নেই। দল উঠে গেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। আমি শুধু ঝুলে আছি।’ সারা সময় ভাল থেকে একদম লিগ শুরুর আগে পজিটিভ হওয়ায় খানিক চিন্তিত তুষার, ‘দেখা যাক, আল্লাহ ভরসা। আজকের টেস্টের ফল কী আসে দেখি। তারপর বলা যাবে।’ গতকাল থেকে প্রিমিয়ার লিগের ১২ দল রাজধানীর চারটি ৫ তারকা হোটেলে জৈব সুরক্ষা বলয়ে উঠেছে। আর ৩১ মে থেকে শুরু প্রিমিয়ার লিগ। টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের লিগে প্রতিদিন তিন মাঠে হবে ৬ টি খেলা। মানে এক রাউন্ডে সব কটা দল একদিনে একটি করে ম্যাচ খেলে ফেলবে। খেলা হবে শেরে বাংলা স্টেডিয়াম এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে। প্রতি সকাল ৯টায় শুরু হবে প্রথম ম্যাচ, পরেরটি দুপুর দেড়টা থেকে।