ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

করোনা চিকিৎসায় আশা জাগাচ্ছে মুখে খাওয়ার ট্যাবলেট

  • আপডেট সময় : ১১:১৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড অ্যান্টিভাইরাল ট্যাবলেট হাসপাতালে ভর্তি অথবা মৃত্যুর ঝুঁকি অর্ধেকে নামিয়ে আনতে পারে। বহুজাতিক মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক-এর তৈরি ‘মলনুপিরাভির’ ট্যাবলেট করোনা প্রতিরোধে আশা জাগাচ্ছে।
ওষুধ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানিয়েছে, তাদের তৈরি ওষুধ মলনুপিরাভির মারাত্মক ঝুঁকিতে থাকা করোনা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া কিংবা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার ৫০ শতাংশ কমাতে সক্ষম। আগামী দুই সপ্তাহের মধ্যেই ওষুধ হিসেবে যুক্তরাষ্ট্রে জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য আবেদন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি একে অত্যন্ত খুশির খবর বলে মন্তব্য করেছেন। তবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)র পর্যালোচনা না হওয়া পর্যন্ত সাবধানতার আহ্বান জানিয়েছেন তিনি। পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফলাফল পাওয়ায় নির্ধারিত সময়ের আগেই এ ওষুধের তৃতীয় ধাপের ট্রায়ালের ইতি টেনেছে মার্ক। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট ডেভিস বলেন, কোভিড চিকিৎসা নিয়ে সব আলোচনাই এ ওষুধ বদলে দিতে পারে।
মলনুপিরাভির তৈরি করা হয়েছে এমনভাবে, যা ভাইরাসের জেনেটিক কোডে পরিবর্তন আনবে। জরুরি ব্যবহারের অনুমোদন পেলে মলনুপিরাভির হবে করোনা চিকিৎসার প্রথম অনুমোদিত মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগের বিশেষজ্ঞ অধ্যাপক পিটার হর্বি বলেন, একটি নিরাপদ, সাশ্রয়ী মূল্যের এবং কার্যকর মৌখিক অ্যান্টিভাইরাল মেডিসিন। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বিশাল অগ্রগতি হবে বলেও আশাবাদী তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

করোনা চিকিৎসায় আশা জাগাচ্ছে মুখে খাওয়ার ট্যাবলেট

আপডেট সময় : ১১:১৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড অ্যান্টিভাইরাল ট্যাবলেট হাসপাতালে ভর্তি অথবা মৃত্যুর ঝুঁকি অর্ধেকে নামিয়ে আনতে পারে। বহুজাতিক মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক-এর তৈরি ‘মলনুপিরাভির’ ট্যাবলেট করোনা প্রতিরোধে আশা জাগাচ্ছে।
ওষুধ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানিয়েছে, তাদের তৈরি ওষুধ মলনুপিরাভির মারাত্মক ঝুঁকিতে থাকা করোনা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া কিংবা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার ৫০ শতাংশ কমাতে সক্ষম। আগামী দুই সপ্তাহের মধ্যেই ওষুধ হিসেবে যুক্তরাষ্ট্রে জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য আবেদন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি একে অত্যন্ত খুশির খবর বলে মন্তব্য করেছেন। তবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)র পর্যালোচনা না হওয়া পর্যন্ত সাবধানতার আহ্বান জানিয়েছেন তিনি। পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফলাফল পাওয়ায় নির্ধারিত সময়ের আগেই এ ওষুধের তৃতীয় ধাপের ট্রায়ালের ইতি টেনেছে মার্ক। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট ডেভিস বলেন, কোভিড চিকিৎসা নিয়ে সব আলোচনাই এ ওষুধ বদলে দিতে পারে।
মলনুপিরাভির তৈরি করা হয়েছে এমনভাবে, যা ভাইরাসের জেনেটিক কোডে পরিবর্তন আনবে। জরুরি ব্যবহারের অনুমোদন পেলে মলনুপিরাভির হবে করোনা চিকিৎসার প্রথম অনুমোদিত মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগের বিশেষজ্ঞ অধ্যাপক পিটার হর্বি বলেন, একটি নিরাপদ, সাশ্রয়ী মূল্যের এবং কার্যকর মৌখিক অ্যান্টিভাইরাল মেডিসিন। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বিশাল অগ্রগতি হবে বলেও আশাবাদী তিনি।