জাকিরুল চৌধুরী : সারা বিশ্ব আজ নিঃস্ব করোনার ডরে
নাই ত্রান যায় প্রাণ লাশ হয়ে পড়ে।
দন্তফাটা কণ্ঠেকাটা হস্ত বাঁধা হায়
সর্বভব জব্দ সব কষ্ট মাঝে কায়।
পাপে লিপ্ত খুঁজি দীপ্ত আঁধারেতে সবে
বিধি ত্রুদ্ধ সব রুদ্ধ কর্মহীন ভবে।
নেই কাজ ভব মাঝ পড়ে আছে বাঁধা
অনাহারে ধুঁকে মরে ভাড়ে নেই রাধা।
বদ্ধ সব স্কব্দভব হাহাকার শব্দ
পীড়া ধরে ভয়ে মরে চারদিকে জব্দ।
নেই খুশি ভীতু পুষি সংশয়েতে আছি
যম আসে প্রাণ নাশে কি করে যে বাঁচি
করোনা কালে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ