ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

করোনায় ৪ মৃত্যু, শোকে কাতর ভুটানের প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১১:৩৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • ১৫৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : কোভিড-১৯ মোকাবিলায় ভুটান অনেকটাই সফল। দেশটিতে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারে। চতুর্থ জনের মৃত্যু হওয়াতে গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং।
ফেসবুক পোস্টে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং বলেন, ‘করোনায় আরও একটি মূল্যবান জীবন হারিয়েছি আমরা। এটা আমার কাছে বুলেটের আঘাতের মতো মনে হয়েছিল। আমি জাতির সঙ্গে শোক প্রকাশ করছি। আমাদের প্রিয় বন্ধুর জন্য প্রার্থনা চালিয়ে যাচ্ছি।’
টুইট বার্তায় লোটে শেরিং বলেন, ‘মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও কাজ করা দরকার ছিল। এ সপ্তাহে করোনায় মৃত্যু একটি ‘তিক্ত স্মৃতি’। আমাদের আরও কিছু করতে হবে।’
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং বলেন, ভুটান করোনাকে সম্পূর্ণরূপে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ভারতের এনটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় গত শুক্রবার দেশটিতে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের। করোনার সংক্রমণ বিশ্বে ছড়িয়ে পড়ার পর দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজারের কম। এ ছাড়া দেশটির সব প্রাপ্তবয়স্ক লোককে ২০২১ সালের মাঝামাঝি টিকা দেওয়া হয়েছে। প্রায় আট লাখ জনসংখ্যার দেশটি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনা মোকাবিলায় অনেক এগিয়ে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

করোনায় ৪ মৃত্যু, শোকে কাতর ভুটানের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৩৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২

প্রত্যাশা ডেস্ক : কোভিড-১৯ মোকাবিলায় ভুটান অনেকটাই সফল। দেশটিতে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারে। চতুর্থ জনের মৃত্যু হওয়াতে গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং।
ফেসবুক পোস্টে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং বলেন, ‘করোনায় আরও একটি মূল্যবান জীবন হারিয়েছি আমরা। এটা আমার কাছে বুলেটের আঘাতের মতো মনে হয়েছিল। আমি জাতির সঙ্গে শোক প্রকাশ করছি। আমাদের প্রিয় বন্ধুর জন্য প্রার্থনা চালিয়ে যাচ্ছি।’
টুইট বার্তায় লোটে শেরিং বলেন, ‘মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও কাজ করা দরকার ছিল। এ সপ্তাহে করোনায় মৃত্যু একটি ‘তিক্ত স্মৃতি’। আমাদের আরও কিছু করতে হবে।’
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং বলেন, ভুটান করোনাকে সম্পূর্ণরূপে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ভারতের এনটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় গত শুক্রবার দেশটিতে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের। করোনার সংক্রমণ বিশ্বে ছড়িয়ে পড়ার পর দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজারের কম। এ ছাড়া দেশটির সব প্রাপ্তবয়স্ক লোককে ২০২১ সালের মাঝামাঝি টিকা দেওয়া হয়েছে। প্রায় আট লাখ জনসংখ্যার দেশটি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনা মোকাবিলায় অনেক এগিয়ে।