ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

করোনায় বিশ্বে বেকার হবে ২০ কোটি ৭০ লাখ

  • আপডেট সময় : ১২:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : করোনা মহামারিতে চলতি বছর বিশ্বে বেকার মানুষের সংখ্যা দাঁড়াবে প্রায় ২০ কোটি ৭০ লাখ। এই সংখ্যা করোনা মহামারি শুরুর আগের বছর ২০১৯ সালের চেয়ে ২ কোটি ১০ লাখ বেশি।
১৭ জানুয়ারি প্রকাশিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক-ট্রেন্ডস ২০২২’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বিশ্বের বেকারত্ব ও কর্মসংস্থানের বর্তমান অবস্থা এবং পূর্বাভাস তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনার নতুন ধরন অমিক্রন ও ডেলটা বিশ্বের সব দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এতে চলতি বছর বিশ্বে বেকার মানুষের সংখ্যা বেড়ে প্রায় ২০ কোটি ৭০ লাখ হবে। করোনার প্রাদুর্ভাব এবং সময়কাল সম্পর্কে অনিশ্চয়তার কারণে বিশ্বে আগামী বছর পর্যন্ত বেকার মানুষের সংখ্যা ২০১৯ সালের চেয়ে বেশি থাকবে। আগামী দিনে চাকরি হারানো সব মানুষের চাকরি ফিরে পাওয়া ও মহামারির আগের কর্মক্ষমতায় ফিরে যাওয়া বেশির ভাগ দেশের জন্য কঠিন হয়ে যাবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বে নারীর কর্মসংস্থানের ওপর সংকটের অসম প্রভাব আগামী বছরগুলোতে কমে যাবে। তবে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণকেন্দ্রগুলো বন্ধ থাকায় তরুণদের জন্য, বিশেষ করে যাঁরা ইন্টারনেট সুবিধাবঞ্চিত, তাঁদের কর্মসংস্থানের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।
আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেন, ‘করোনায় গত দুই বছর ধরে চলমান এই সংকট থেকে উত্তরণের গতি ধীর হবে, কিছুটা অনিশ্চিতও। ইতিমধ্যে বিশ্বে শ্রমবাজার ভেঙে পড়েছে। দারিদ্র্য ও বৈষম্য চরম আকারে বেড়ে গেছে। অনেক কর্মী তাঁদের পেশা পরিবর্তন করে ফেলেছে। শ্রমবাজার পুনরুদ্ধার করা ছাড়া মহামারির প্রভাবে এই সংকট থেকে উত্তরণের প্রকৃত কোনো উপায় নেই।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

করোনায় বিশ্বে বেকার হবে ২০ কোটি ৭০ লাখ

আপডেট সময় : ১২:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২

প্রত্যাশা ডেস্ক : করোনা মহামারিতে চলতি বছর বিশ্বে বেকার মানুষের সংখ্যা দাঁড়াবে প্রায় ২০ কোটি ৭০ লাখ। এই সংখ্যা করোনা মহামারি শুরুর আগের বছর ২০১৯ সালের চেয়ে ২ কোটি ১০ লাখ বেশি।
১৭ জানুয়ারি প্রকাশিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক-ট্রেন্ডস ২০২২’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বিশ্বের বেকারত্ব ও কর্মসংস্থানের বর্তমান অবস্থা এবং পূর্বাভাস তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনার নতুন ধরন অমিক্রন ও ডেলটা বিশ্বের সব দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এতে চলতি বছর বিশ্বে বেকার মানুষের সংখ্যা বেড়ে প্রায় ২০ কোটি ৭০ লাখ হবে। করোনার প্রাদুর্ভাব এবং সময়কাল সম্পর্কে অনিশ্চয়তার কারণে বিশ্বে আগামী বছর পর্যন্ত বেকার মানুষের সংখ্যা ২০১৯ সালের চেয়ে বেশি থাকবে। আগামী দিনে চাকরি হারানো সব মানুষের চাকরি ফিরে পাওয়া ও মহামারির আগের কর্মক্ষমতায় ফিরে যাওয়া বেশির ভাগ দেশের জন্য কঠিন হয়ে যাবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বে নারীর কর্মসংস্থানের ওপর সংকটের অসম প্রভাব আগামী বছরগুলোতে কমে যাবে। তবে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণকেন্দ্রগুলো বন্ধ থাকায় তরুণদের জন্য, বিশেষ করে যাঁরা ইন্টারনেট সুবিধাবঞ্চিত, তাঁদের কর্মসংস্থানের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।
আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেন, ‘করোনায় গত দুই বছর ধরে চলমান এই সংকট থেকে উত্তরণের গতি ধীর হবে, কিছুটা অনিশ্চিতও। ইতিমধ্যে বিশ্বে শ্রমবাজার ভেঙে পড়েছে। দারিদ্র্য ও বৈষম্য চরম আকারে বেড়ে গেছে। অনেক কর্মী তাঁদের পেশা পরিবর্তন করে ফেলেছে। শ্রমবাজার পুনরুদ্ধার করা ছাড়া মহামারির প্রভাবে এই সংকট থেকে উত্তরণের প্রকৃত কোনো উপায় নেই।’