নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় সারাদেশে আরো ৪ কোটি ৬৬ লাখ টাকা এবং ৯ হাজার ৪৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের ৬৪ জেলার ডিসি ও সিটি করপোরেশনের অনুকূলে এ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ডিসিদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে ৮ হাজার ৬৫০ মেট্রিক টন চাল এবং ৩ কোটি ১ লাখ টাকা। একই ধরনের সহায়তা দিতে সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের জন্য ৮২৫ মেট্রিক টন চাল এবং ১ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দ দেওয়া চাল এবং নগদ টাকা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত পরিবার, লকডাউনে কাজ হারানো পরিবহন শ্রমিক, কর্মহীন ও দুঃস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে বিতরণ করতে হবে। ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় এর আগে গত ৪ জুলাই সারাদেশে ১১ কোটি ৭০ লাখ টাকা এবং ২৩ হাজার ৬৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল।
করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আরো সাড়ে ৪ কোটি টাকা, ৯৪৭৫ মেট্রিক টন চাল
জনপ্রিয় সংবাদ