ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

করোনায় উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলে পেনশন দেবে ভারত

  • আপডেট সময় : ১২:২৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • ১৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলে তার পরিবারকে পেনশন দেবে ভারত। একইসঙ্গে সরকারিভাবে করোনায় অনাথ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যর দায়িত্ব নেওয়া হবে। গত শনিবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উচ্চপর্যায়ের এক বৈঠ এ নিয়ে আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, কোভিডের জেরে যে শিশুরা তাদের দুই অভিভাবককেই হারিয়েছে, তাদের ১৮ বছর বয়স হলে প্রত্যেককে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। তারা ২৩ বছরে পৌঁছালে দেওয়া হবে এককালীন ১০ লাখ রুপি। পিএম কেয়ার্স তহবিল থেকে এই অর্থ দেওয়ার পাশাপাশি এসব শিশুদের পড়াশোনার খরচও কেন্দ্রীয় সরকার বহন করবে।
মাসিক স্টাইপেন্ড হিসেবে কত রুপি করে দেওয়া হবে; সেটি অবশ্য জানানো হয়নি। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চশিক্ষার জন্য এসব শিশুরা স্বল্প সুদে শিক্ষা ঋণ পাবে। সঙ্গে ১৮ বছর বয়স পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে পাঁচ লাখ রুপি পর্যন্ত স্বাস্থ্যবিমাও বরাদ্দ করা হবে কোভিডে অভিভাবকহীন শিশুদের জন্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, এই ধরনের প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারের পাশে দাঁড়াবে সরকার। এইভাবে আর্থিক সমস্যার সমাধান করার চেষ্টা করছে সরকার। সংশ্লিষ্ট পরিবার সসম্মানে যাতে বাঁচতে পারে তাই তাদের এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন তথা ইএসআইসি-র পেনশন প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।
কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির বেতন বা মজুরির ৯০ শতাংশ হারে এই পেনশন মিলতে পারে। ২০২০ সালের ২৪ মার্চ থেকে ২০২২ সালের ২৪ মার্চ পর্যন্ত করোনার জেরে যাদের মৃত্যু হয়েছে কিংবা হবে তাদের পরিবারের সদস্যদের জন্যই এই পেনশন কার্যকর হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

করোনায় উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলে পেনশন দেবে ভারত

আপডেট সময় : ১২:২৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলে তার পরিবারকে পেনশন দেবে ভারত। একইসঙ্গে সরকারিভাবে করোনায় অনাথ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যর দায়িত্ব নেওয়া হবে। গত শনিবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উচ্চপর্যায়ের এক বৈঠ এ নিয়ে আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, কোভিডের জেরে যে শিশুরা তাদের দুই অভিভাবককেই হারিয়েছে, তাদের ১৮ বছর বয়স হলে প্রত্যেককে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। তারা ২৩ বছরে পৌঁছালে দেওয়া হবে এককালীন ১০ লাখ রুপি। পিএম কেয়ার্স তহবিল থেকে এই অর্থ দেওয়ার পাশাপাশি এসব শিশুদের পড়াশোনার খরচও কেন্দ্রীয় সরকার বহন করবে।
মাসিক স্টাইপেন্ড হিসেবে কত রুপি করে দেওয়া হবে; সেটি অবশ্য জানানো হয়নি। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চশিক্ষার জন্য এসব শিশুরা স্বল্প সুদে শিক্ষা ঋণ পাবে। সঙ্গে ১৮ বছর বয়স পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে পাঁচ লাখ রুপি পর্যন্ত স্বাস্থ্যবিমাও বরাদ্দ করা হবে কোভিডে অভিভাবকহীন শিশুদের জন্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, এই ধরনের প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারের পাশে দাঁড়াবে সরকার। এইভাবে আর্থিক সমস্যার সমাধান করার চেষ্টা করছে সরকার। সংশ্লিষ্ট পরিবার সসম্মানে যাতে বাঁচতে পারে তাই তাদের এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন তথা ইএসআইসি-র পেনশন প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।
কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির বেতন বা মজুরির ৯০ শতাংশ হারে এই পেনশন মিলতে পারে। ২০২০ সালের ২৪ মার্চ থেকে ২০২২ সালের ২৪ মার্চ পর্যন্ত করোনার জেরে যাদের মৃত্যু হয়েছে কিংবা হবে তাদের পরিবারের সদস্যদের জন্যই এই পেনশন কার্যকর হবে।