ক্রীড়া ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন পিএসজির নতুন তারকা আশরাফ হাকিমি। সর্বশেষ পরীক্ষায় তার করোনা ধরা পরেছে। ফলে ঝুঁকিতে আছে পিএসজির আরো কিছু খেলোয়াড়ও। ফ্রান্সের গনমাধ্যম এল ইকুইপ জানায়, হাকিমি করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে এখন ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনায় আক্রান্ত হওয়ায় পিএসজির দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি হাকিমি। আগামী ২১ তারিখে পিএসজির ম্যাচটিও মিস করবেন তিনি। গত বুধবার প্রীতি ম্যাচের মধ্য দিয়ে পিএসজির হয়ে অভিষেক হয়েছে হাকিমির। সপ্তাহ খানেক আগে ইন্টার মিলান থেকে পিএসজিতে যোগ দিয়েছেন মরক্কোর ২২ বছর বয়সী এই তারকা।