ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

করোনায় আক্রান্ত এনগিডি নেদারল্যান্ডস সিরিজে নেই

  • আপডেট সময় : ০৮:৫১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • ১১৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : নেদারল্যান্ডসের বিপক্ষে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে দল থেকে সরে দাঁড়ালেন লুঙ্গি এনগিডি। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই পেসার।
গতকাল বুধবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানায়, ‘তিনি (এনগিডি) ভালো ও উজ্জীবিত আছেন।’ এনগিডির স্থলাভিষিক্ত হিসেবে জুনিয়র ডালার নামও ঘোষণা করেছে বোর্ড।
ফাস্ট বোলিং ইউনিটের আরেক সদস্য লিজাড উইলিয়ামসও সিরিজে খেলতে পারবেন না। ইন্টারকোস্টাল মাসল স্ট্রেইনে ভুগছেন তিনি। তার স্থলাভিষিক্ত ঘোষণা হয়নি। তবে এনগিডি ও উইলিয়ামসের সুস্থতা পর্যবেক্ষণ করবে মেডিক্যাল টিম।
প্রথম সারির ছয় খেলোয়াড় অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন, কাগিসো রাবাদা ও আনরিখ নর্টিয়েকে বিশ্রামে রেখে এই সিরিজের দল ঘোষণা করেছিল সিএসএ। নেতৃত্ব দিবেন কেশব মহারাজ, এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে ওয়েন পার্নেলের।
আগামী ২৬ নভেম্বর সেঞ্চুরিয়নে হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরের দুটি ওয়ানডে ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

করোনায় আক্রান্ত এনগিডি নেদারল্যান্ডস সিরিজে নেই

আপডেট সময় : ০৮:৫১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : নেদারল্যান্ডসের বিপক্ষে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে দল থেকে সরে দাঁড়ালেন লুঙ্গি এনগিডি। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই পেসার।
গতকাল বুধবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানায়, ‘তিনি (এনগিডি) ভালো ও উজ্জীবিত আছেন।’ এনগিডির স্থলাভিষিক্ত হিসেবে জুনিয়র ডালার নামও ঘোষণা করেছে বোর্ড।
ফাস্ট বোলিং ইউনিটের আরেক সদস্য লিজাড উইলিয়ামসও সিরিজে খেলতে পারবেন না। ইন্টারকোস্টাল মাসল স্ট্রেইনে ভুগছেন তিনি। তার স্থলাভিষিক্ত ঘোষণা হয়নি। তবে এনগিডি ও উইলিয়ামসের সুস্থতা পর্যবেক্ষণ করবে মেডিক্যাল টিম।
প্রথম সারির ছয় খেলোয়াড় অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন, কাগিসো রাবাদা ও আনরিখ নর্টিয়েকে বিশ্রামে রেখে এই সিরিজের দল ঘোষণা করেছিল সিএসএ। নেতৃত্ব দিবেন কেশব মহারাজ, এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে ওয়েন পার্নেলের।
আগামী ২৬ নভেম্বর সেঞ্চুরিয়নে হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরের দুটি ওয়ানডে ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর।