ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

করোনার বিধিনিষেধের প্রতিবাদে অস্ট্রিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

  • আপডেট সময় : ১১:৫৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ১২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে টিকা নেওয়া বাধ্যতামূলক করাসহ অস্ট্রিয়ায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করায়, এর প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ।
পুলিশ বলছে, রাজধানী ভিয়েনাতে প্রায় ৪৪ হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এর আগেও বিক্ষোভ হয়েছে একই দাবিতে।
অস্ট্রিয়াতে করোনার টিকা নেওয়া এখনও বাধ্যতামূলক না হলেও আসছে ফেব্রুয়ারি থেকে তা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে সরকারের। মূলত ওই সিদ্ধান্তের বিরোধিতা করেই এ বিক্ষোভ হচ্ছে; যাতে সমর্থন রয়েছে রাজনৈতিক দলেরও। বিরোধীরা বলেছেন, কেউ টিকা নেবে কি নেবে না সেটা তার নিজের পছন্দ হওয়া উচিত। সরকার বলছে, কাউকে জোর করে টিকা দেওয়া হবে না কিন্তু যারা টিকা নিতে অস্বীকৃতি জানাবে তাদের জরিমানা করা হবে। রাজধানী ভিয়েনা ছাড়াও আরও দুটি শহরেও একই দাবিতে বিক্ষোভ হয়েছে।
প্রায় ৯০ লাখ জনগোষ্ঠীর দেশ অস্ট্রিয়াতে এ পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৬৮ শতাংশের বেশি মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে এ হার নিচের দিকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

করোনার বিধিনিষেধের প্রতিবাদে অস্ট্রিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট সময় : ১১:৫৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে টিকা নেওয়া বাধ্যতামূলক করাসহ অস্ট্রিয়ায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করায়, এর প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ।
পুলিশ বলছে, রাজধানী ভিয়েনাতে প্রায় ৪৪ হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এর আগেও বিক্ষোভ হয়েছে একই দাবিতে।
অস্ট্রিয়াতে করোনার টিকা নেওয়া এখনও বাধ্যতামূলক না হলেও আসছে ফেব্রুয়ারি থেকে তা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে সরকারের। মূলত ওই সিদ্ধান্তের বিরোধিতা করেই এ বিক্ষোভ হচ্ছে; যাতে সমর্থন রয়েছে রাজনৈতিক দলেরও। বিরোধীরা বলেছেন, কেউ টিকা নেবে কি নেবে না সেটা তার নিজের পছন্দ হওয়া উচিত। সরকার বলছে, কাউকে জোর করে টিকা দেওয়া হবে না কিন্তু যারা টিকা নিতে অস্বীকৃতি জানাবে তাদের জরিমানা করা হবে। রাজধানী ভিয়েনা ছাড়াও আরও দুটি শহরেও একই দাবিতে বিক্ষোভ হয়েছে।
প্রায় ৯০ লাখ জনগোষ্ঠীর দেশ অস্ট্রিয়াতে এ পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৬৮ শতাংশের বেশি মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে এ হার নিচের দিকে।