ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের অর্থনীতিতে ক্ষতি ২ লাখ কোটি রুপি

  • আপডেট সময় : ১১:৫২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ৫২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে চলতি অর্থবছরে অন্তত দুই লাখ কোটি রুপি ক্ষতি হতে যাচ্ছে ভারতের অর্থনীতিতে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) জুন মাসের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। আরবিআই’র পর্যবেক্ষণে বলা হয়, মানুষের সচেতনতা অনেকটা বৃদ্ধি পেলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে রীতিমতো লড়াই করতে হচ্ছে ভারতের অর্থনীতিকে। দ্বিতীয় ঢেউ মূলত প্রভাব ফেলেছে গার্হস্থ্য চাহিদার উপরেই। আর সে কারণেই এই বিপুল পরিমাণ ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছে আরবিআই। তবে এর সঙ্গে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি’র সরাসরি কোনও যোগসূত্র নেই বলে জানিয়েছে আরবিআই।
আরবিআই আরও জানিয়েছে, মানুষের ব্যাঙ্কে সঞ্চিত আমানত ক্রমেই কম যাচ্ছে। এর ফলে বোঝা যাচ্ছে, মানুষের হাতে নগদ অর্থ কমেছে। যার প্রভাব পড়ছে দৈনন্দিন গার্হস্থ্য চাহিদার ওপরে।
একই ভাবে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (সিবিআই)-ও তাদের মাসিক বুলেটিন প্রকাশ করেছে। তাদের মাসিক বুলেটিনে ভারতের অর্থনীতির সামগ্রিক অবস্থা, আর্থিক কাঠামো এবং দেশের সার্বিক উৎপাদনের রেখাচিত্র তিনটি আলাদা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সেখানেও অর্থনীতির ক্ষতির কথা বলা হয়েছে। তাদের মতে, যত দ্রুত বেশি সংখ্যক মানুষকে টিকা দেয়া সম্ভব হবে, তত দ্রুত এই সমস্যা থেকে ভারত বেরিয়ে আসতে পারবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের অর্থনীতিতে ক্ষতি ২ লাখ কোটি রুপি

আপডেট সময় : ১১:৫২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে চলতি অর্থবছরে অন্তত দুই লাখ কোটি রুপি ক্ষতি হতে যাচ্ছে ভারতের অর্থনীতিতে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) জুন মাসের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। আরবিআই’র পর্যবেক্ষণে বলা হয়, মানুষের সচেতনতা অনেকটা বৃদ্ধি পেলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে রীতিমতো লড়াই করতে হচ্ছে ভারতের অর্থনীতিকে। দ্বিতীয় ঢেউ মূলত প্রভাব ফেলেছে গার্হস্থ্য চাহিদার উপরেই। আর সে কারণেই এই বিপুল পরিমাণ ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছে আরবিআই। তবে এর সঙ্গে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি’র সরাসরি কোনও যোগসূত্র নেই বলে জানিয়েছে আরবিআই।
আরবিআই আরও জানিয়েছে, মানুষের ব্যাঙ্কে সঞ্চিত আমানত ক্রমেই কম যাচ্ছে। এর ফলে বোঝা যাচ্ছে, মানুষের হাতে নগদ অর্থ কমেছে। যার প্রভাব পড়ছে দৈনন্দিন গার্হস্থ্য চাহিদার ওপরে।
একই ভাবে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (সিবিআই)-ও তাদের মাসিক বুলেটিন প্রকাশ করেছে। তাদের মাসিক বুলেটিনে ভারতের অর্থনীতির সামগ্রিক অবস্থা, আর্থিক কাঠামো এবং দেশের সার্বিক উৎপাদনের রেখাচিত্র তিনটি আলাদা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সেখানেও অর্থনীতির ক্ষতির কথা বলা হয়েছে। তাদের মতে, যত দ্রুত বেশি সংখ্যক মানুষকে টিকা দেয়া সম্ভব হবে, তত দ্রুত এই সমস্যা থেকে ভারত বেরিয়ে আসতে পারবে।