প্রত্যাশা ডেস্ক : ভারতে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানার আশঙ্কা ক্রমশ বাড়ছে। দিল্লির পরিস্থিতি এই আশঙ্কাকে বাড়িয়ে দিচ্ছে বেশি। এমন আশঙ্কার মধ্যে কেন্দ্রীয় সরকার চিঠি লিখেছে পাঁচ রাজ্যকে, যেখান থেকে সংক্রমণগুলো ছড়ায় বেশি। ‘এই রাজ্যগুলো থেকেই ভারতের মোট কেসলোড এবং উচ্চ হারে সংক্রমণের মধ্যে সব চেয়ে বেশি সংক্রমণ আসছে’-মঙ্গলবার দেয়া চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এ কথা বলেছেন।
সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে অর্থনৈতিক ও সামাজিক ক্রিয়াকলাপের ওপর বিধিনিষেধ তুলে দেয়ার আগে ঝুঁকির মূল্যায়ন করার পরামর্শও দিয়েছে কেন্দ্র। সূত্র জিনিউজ।
পাঁচটি রাজ্যের মধ্যে রয়েছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, মিজোরাম, মহারাষ্ট্র এবং দিল্লি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সব রাজ্যকে সংক্রমণের বিস্তারের ওপর নজরদারি চালিয়ে যাতে এবং কোভিড-১৯ সংক্রমণের দ্রুত এবং কার্যকর রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে। রাজ্যগুলোকে পরীক্ষা-ট্র্যাক-ট্রিট-টিকাকরণ এবং কোভিডের উপযুক্ত আচরণের এই পাঁচ কৌশল চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। ভিড়ের জায়গায় মাস্ক পরার ওপর বিশেষ জোর দিতে বলা হয়েছে।
করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় ভারত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ