ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

করোনাভাইরাস আক্রান্ত খালেদ মাহমুদ

  • আপডেট সময় : ০১:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে


ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘টিম লিডার’ খালেদ মাহমুদকে পাচ্ছে না বাংলাদেশ। করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল আসায় জৈব সুরক্ষা বলয়ে ঢুকেননি সাবেক এই অধিনায়ক। বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান মাহমুদের কোভিড-১৯ রোগে ভোগার খবর জানান। “করোনা পজিটিভ হওয়ায় সে দলের সঙ্গে নেই। যেহেতু ঘরের মাঠে খেলা তাই টিম লিডারের দায়িত্ব আমরাই দেখব। এই দায়িত্ব নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আইসোলেশনে রয়েছে সে।” ‘টিম লিডার’ হিসেবে এই সফরে থাকার কথা ছিল বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক মাহমুদের। একাদশ নির্বাচন ও অন্যান্য কিছু নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসানের যোগাযোগ মসৃণ করার জন্য গত নিউ জিল্যান্ড সফর থেকে একজন করে বিসিবি পরিচালককে দলের সঙ্গে রাখার নিয়ম করেছে বিসিবি। নিউ জিল্যান্ডে ‘টিম লিডার’ হিসেবে গিয়েছিলেন মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। পরে শ্রীলঙ্কা সফরে এই ভূমিকায় ছিলেন মাহমুদ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

করোনাভাইরাস আক্রান্ত খালেদ মাহমুদ

আপডেট সময় : ০১:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১


ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘টিম লিডার’ খালেদ মাহমুদকে পাচ্ছে না বাংলাদেশ। করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল আসায় জৈব সুরক্ষা বলয়ে ঢুকেননি সাবেক এই অধিনায়ক। বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান মাহমুদের কোভিড-১৯ রোগে ভোগার খবর জানান। “করোনা পজিটিভ হওয়ায় সে দলের সঙ্গে নেই। যেহেতু ঘরের মাঠে খেলা তাই টিম লিডারের দায়িত্ব আমরাই দেখব। এই দায়িত্ব নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আইসোলেশনে রয়েছে সে।” ‘টিম লিডার’ হিসেবে এই সফরে থাকার কথা ছিল বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক মাহমুদের। একাদশ নির্বাচন ও অন্যান্য কিছু নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসানের যোগাযোগ মসৃণ করার জন্য গত নিউ জিল্যান্ড সফর থেকে একজন করে বিসিবি পরিচালককে দলের সঙ্গে রাখার নিয়ম করেছে বিসিবি। নিউ জিল্যান্ডে ‘টিম লিডার’ হিসেবে গিয়েছিলেন মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। পরে শ্রীলঙ্কা সফরে এই ভূমিকায় ছিলেন মাহমুদ।