নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলার করটিয়ায় ‘করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর ৩ বছর মেয়াদি (২০২৪-২৭) কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান এবং দুস্থ ও এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বোরহানুল উলুম হায়দার আলী মফিজিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক ছাইফুল্লাহ কাতেয়ীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম, ব্যবসায়ী জিন্নাহ মিয়া, এক্সিম ব্যাংক টাঙ্গাইল শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন এবং করটিয়া সা’দত বাজার কল্যাণ সমিতির সভাপতি মো. ইউসুফ আলী।
এ সময় করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. কবির হোসেন, সহ-সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। পরে করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে অত্র এলাকার কয়েকজন মানবহিতৈষী তরুণ মো. কবির হোসেন, মো. আলী হোসেন, মো. রনি খান, নাসিরউদ্দিন, মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখের প্রচেষ্টায় অত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় এবং শুভাকাক্সক্ষীদের সহযোগিতায় কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।