অর্থ-বাণিজ্য ডেস্ক : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় সম্প্রতি বাড্ডার বেরাইদে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ শীতার্ত পরিবারের হাতে কম্বল তুলে দেন। এ সময় হেদায়েত উল্লাহ বলেন, “একটি দায়িত্বশীল কর্পোরেট সত্তা হিসেবে, এমটিবি সব সময় মানবিক কর্মকান্ডে অংশগ্রহণ করে। আমাদের এই প্রয়াস শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে কিছুটা হলেও সহায়তা করবে।” ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টু।