প্রত্যাশা ডেস্ক: রাজস্থানের পুষ্করে এক হোটেলে শৌচাগারের কমোড থেকে বেরোল পাঁচ ফুট লম্বা গোখরো। শৌচাগারে ঢুকেই আতঙ্কিত হয়ে পড়েন এক যুবক।
কারণ কমোডের ভেতর থেকে ফণা তুলে দাঁড়িয়ে ছিল বিষধর সাপটি।
ঘটনাটি ঘটেছে ভরতের রাজস্থানের একটি হোটেলের দ্বিতীয় তলার একটি ঘরে। এক পর্যটক বাথরুম ব্যবহার করতে গিয়ে কমোডের ভেতরে গোখরো দেখতে পান। মুহূর্তেই হইচই পড়ে যায়। উপস্থিত অতিথিরা মোবাইল ফোনে ঘটনাটি ক্যামেরাবন্দি করেন।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কমোডের ভেতর থেকে অর্ধেক শরীর বার করে ফণা তুলে হিসহিস করছে সাপটি।
অতিথিদের অভিযোগ পেয়ে হোটেল কর্তৃপক্ষ তড়িঘড়ি সাপ উদ্ধাকারী দলকে খবর দেন। দলটি এসে সাপটিকে ধরে নিরাপদ জায়গায় ছেড়ে দেয়।
ভিডিওটি ইনস্টাগ্রামের Theaxdrop নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
নেটিজেনরা আতঙ্ক আর বিস্ময়ের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, এটাই আমার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আবার কেউ মজা করে লিখেছেন, এই শৌচাগারে বসলেই সব পাপ ধুয়ে যাবে!
ওআ/আপ্র/২৩/০৯/২০২৫