প্রত্যাশা ডেস্ক: বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, সাংবাদিক ও কলাম লেখক সালাম সালেহ উদদীনের ৬১তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ঢাকা জেলার দোহারে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষা গ্রহণ করেছেন ঐতিহ্যবাহী ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে (অনার্সসহ মাস্টার্স)।
স্কুলজীবন থেকেই তাঁর লেখালেখি শুরু। বহুমাত্রিক লেখক তিনি। লিখেছেন গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, গান, কলাম নারীবিষয়ক উন্নয়ন ও অমৃত কথা, শিশুতোষ, বাণী-প্রবচন। সম্পাদনা করেছেন বেশ কয়েকটি গ্রন্থ।
এ পর্যন্ত তাঁর ৬৫ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থ- উপন্যাস: জন্মদৌড়, ছায়াশরীর, নগরবালা, নীল ডানায় স্বপ্ন, ব্যর্থ দিন ব্যর্থ রাত, মাটিরঙের জীবন। গল্প: অদূরবর্তী কেউ, প্রার্থনার দুই পর্ব, টাকা জ্বলে ওঠে অন্ধকারেও, ধূলিরঙের মানুষ, নারী ও ছায়াবৃক্ষ, এভাবেই রাত এভাবেই দিন। এ ছাড়াও প্রকাশিত হয়েছে- শত গল্প, সেরা গল্প, শ্রেষ্ঠ গল্প, নির্বাচিত গল্প, সেরা প্রেমের গল্প, প্রেমের গল্প, নির্বাচিত উপন্যাস, সেরা উপন্যাস, নির্বাচিত কবিতা, শ্রেষ্ঠ কবিতা, ১০০০ কবিতা, ১২০০ কবিতা, ৮০০ কবিতা, ৭০০ কবিতা ও ১০০০ অমৃত কথা।
আশির দশকের শেষের দিকে সাপ্তাহিক মূলধারার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। প্রগতিশীল দৈনিক আজকের কাগজের সম্পাদকীয় বিভাগের প্রধান ও সাহিত্য সম্পাদক ছিলেন টানা ১৭ বছর। ২০০৮ সাল থেকে দৈনিক যায়যায়দিনে রয়েছেন একই দায়িত্বে। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন- গুণীজন পদক (২০০০), কবি কাদের নওয়াজ স্বর্ণপদক (২০০৬), মার্চ সম্মাননা (২০১৪), দাগ সাহিত্য পুরস্কার (২০১৬), নবাব স্যার সলিমুল্লাহ পদক (২০১৯)।
সালাম সালেহ উদদীন একজন আড্ডাপ্রিয় কবি। নগরজীবনে অর্থ-প্রাচুর্য আর তথাকথিত সুপ্রতিষ্ঠার দৌড় এবং সোশ্যাল মিডিয়ার বিচিত্র বিলাসী আনন্দে যখন মানুষ সরাসরি আড্ডার কথা ভুলতে বসেছে, সেই যুগে সালাম সালেহ উদদীন খোদ রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে এক জমজমাট আড্ডার সূচনা করে সফলভাবে পরিচালনা করে আসছেন। মোহাম্মদপুর তাজমহল রোডের মাঠে মর্নিংওয়াকের সাথেই প্রায় নিয়মিতই বসে সেই আড্ডা। যেখানে বৃহত্তর মোহাম্মদপুর এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হন কবি, লেখক, শিল্পী, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ীসহ অনেকেই।
ঢাকার নবাবগঞ্জের দোহারে জন্মগ্রহণ করা সালাম সালেহ উদদীনের পিতা আবুল বাশার, মাতা আনোয়ারা খাতুন। কবির স্ত্রী মিতা সালেহ উদদীন, পুত্র প্রিয় সালেহ উদদীন, কন্যা প্রিয়তি সালেহ উদদীন ও মিনতি সালেহ উদদীন।
সানা/আপ্র/০১/১১/২০২৫























