ডেঙ্গু যে এখন মহামারী
যায় না কিছু করা,
কী যে জ্বালা মশার কাছে
খাচ্ছি সবাই ধরা॥
দিনের চেয়ে রাতে ভালো
ডেঙ্গু মশা চুপচাপ,
সূর্য উঠার সাথে সাথে
এডিস মশার উৎপাত॥
ডেঙ্গু হলে নাইকো রেহাই
দেশবাসী হও সোচ্চার,
স্বাস্থ্য বার্তা মেনে চলে
পরিষ্কার করো ঝোপঝাড়।
লেখক: মোয়াজ্জেম হোসেন