কী এমন হতো যদি দিতে পারতাম তাকে বিনে পয়সার
এক মুঠো গন্ধহীন শুকনো লাল কাগজ ফুলÑ
কী এমন হতো যদি তাকে নিয়ে খাওয়াতাম দু’পয়সার বাকড়খানিÑ
কী এমন হতো যদি দিতে না পারি মূল্যবান মুক্তো কানের দুল।
মাসের বাকি দিনগুলো কোনো রকমভাবে চলার জন্যে দু’পয়সা বাঁচিয়ে রেখে দিয়েছিলাম সাধ্যের উপহার॥
বাইরে এসে চায়ের দোকানে একটি রুটি আর এক কাপ চা খেতে খেতে ভাবলামÑ এতদিনের পথ চলা ছিল;
ভুল ভালোবাসার মধ্যে বসবাস॥
তাকেই বাসবো ভালোÑ
যদি কেউ আমাকে ভালোবেসে
ঝোপঝাড়ের মধ্যে বেড়ে ওঠা
একটি অবহেলিত বেগুনি ফুল দেয় হাতে।
দেবো তাকে সৎ উপার্জনে কেনা তাতের শাড়ি।
তখন আমার দিকে তাকিয়ে বলবে যা দিয়েছ তাতেই আমি খুশি; তুমি দেখো আমার চোখের আনন্দ জল।
আমি কিছুই চাই না,
তুমিই আমার
শত আলোকবর্ষের শুকতারা॥
কবি: সাজেদ বিশ্বাস
দৈনিক আজকের প্রত্যাশা/কেএমএএ