ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

কপোতাক্ষের তীরে একাত্তরের গণকবরের সন্ধান

  • আপডেট সময় : ০১:৫৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। গতকাল রোববার (১৫ মে) দুপুরে উপজেলা শহরের কপোতাক্ষ নদের তীরে খননের সময় এ কবরের সন্ধান পাওয়া যায়।
স্থানীয়রা জানান, খননের সময় শহরের পাশে ব্রিজের নিচ থেকে মানুষের মাথার খুলি ও হাড় দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা খুলি ও হাড়গুলো তুলে রাখেন সেখানে। স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, ‘নদী খনন করার সময় এগুলো পাওয়া গেছে। কয়েকজন যুবক সেখানে গোসল করতে গিয়ে হাড় ও খুলিগুলো দেখতে পান। পরে সেগুলো সাজিয়ে রাখেন। এখনও ওই অবস্থায় আছে।’
বয়োজ্যেষ্ঠদের বরাত দিয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন মহেশপুরে পাকস্তানি বাহিনীর ক্যাম্প ছিল। পাকসেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করতো। পরে তাদের গণকবর দিত। এটি তার একটি।’ এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। এখানে এসে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি মুক্তিযুদ্ধের সময়ের। এটা সংরক্ষণের ব্যবস্থা করবো।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কপোতাক্ষের তীরে একাত্তরের গণকবরের সন্ধান

আপডেট সময় : ০১:৫৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। গতকাল রোববার (১৫ মে) দুপুরে উপজেলা শহরের কপোতাক্ষ নদের তীরে খননের সময় এ কবরের সন্ধান পাওয়া যায়।
স্থানীয়রা জানান, খননের সময় শহরের পাশে ব্রিজের নিচ থেকে মানুষের মাথার খুলি ও হাড় দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা খুলি ও হাড়গুলো তুলে রাখেন সেখানে। স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, ‘নদী খনন করার সময় এগুলো পাওয়া গেছে। কয়েকজন যুবক সেখানে গোসল করতে গিয়ে হাড় ও খুলিগুলো দেখতে পান। পরে সেগুলো সাজিয়ে রাখেন। এখনও ওই অবস্থায় আছে।’
বয়োজ্যেষ্ঠদের বরাত দিয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন মহেশপুরে পাকস্তানি বাহিনীর ক্যাম্প ছিল। পাকসেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করতো। পরে তাদের গণকবর দিত। এটি তার একটি।’ এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। এখানে এসে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি মুক্তিযুদ্ধের সময়ের। এটা সংরক্ষণের ব্যবস্থা করবো।’