বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর দাম্পত্য জীবনে নতুন আনন্দের সুবাস পেলেন। কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি পৃথিবীতে এনেছেন তাদের প্রথম সন্তানকে।
সন্তান জন্মের পরই নিলয় এই সুখবরটি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। নিজের ফেসবুকে নবজাতককে কোলে নেওয়া একটি ছবি পোস্ট করে তিনি লেখেন—আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এই পোস্ট প্রকাশের পর শুভেচ্ছায় ভাসছেন নিলয়-হৃদি দম্পতি। সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা—সবার ভালোবাসায় তাদের মন্তব্যের ঘর সরগরম হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই ফেসবুকের পরিচয় থেকেই প্রেম এবং পরবর্তীতে বিয়ের সূত্রপাত হয় নিলয় ও হৃদির। পারিবারিক আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ে। এটি হৃদির প্রথম ও নিলয়ের দ্বিতীয় বিয়ে।
ওআ/আপ্র/২৮/১১/২০২৫

























