চট্টগ্রাম প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে চট্টগ্রামে চলছে জয় বাংলা কনসার্ট। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বেলা তিনটায় এই কনসার্ট শুরু হয়েছে। জয় বাংলা কনসার্ট মাতান ৯টি দেশিয় ব্র্যান্ড দল। সেগুলো হলো- অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, তীরন্দাজ (চট্টগ্রামের ব্যান্ড দল), কার্নিভাল, আর্টসেল এবং ক্রিপটিক ফেইট। বেলা ৩টার দিকে শুরুতেই মঞ্চে ওঠে চট্টগ্রামের ব্যান্ড দল তীরন্দাজ। এরপর বেলা ৩ টা ৪০মিনিটের দিকে মঞ্চে আসে কার্নিভাল। বেলা সাড়ে ৪টার দিকে মেঘদল ও বেলা ৫টা ২০ মিনিটে মঞ্চে উঠে অ্যাভোয়েড রাফা ও মেঘদল।
জনপ্রিয় সংবাদ