ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

কনসার্টের অশ্লীল গান বিটিভিতে প্রচার নিয়ে যা বললেন আসিফ

  • আপডেট সময় : ০৪:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন প্রতিবেদক: ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে অনুষ্ঠিত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর কনসার্টের ভিডিও ক্লিপ বিটিভি লাইভের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় কয়েকজন শিল্পী গান গাওয়ার সময় প্রকাশের অযোগ্য এমন কিছু ইংরেজি অশালীন শব্দ উচ্চারণ করেছেন।

এ কনসার্টটি বিটিভি সরাসরি প্রচার করেছিল। বিটিভির মতো রাষ্ট্রীয় একটি চ্যানেলে এ ধরনের অশালীন ভাষার গান ও শব্দ প্রচার করা নিয়ে উঠেছে বিতর্ক। সমাজ মাধ্যমে চলছে সমালোচনা।

এই সমালোচনায় যোগ দিয়েছেন দেশের অনেক তারকাও। ভিডিওটি শেয়ার করে আজ (৭ আগস্ট) বেলা ১টার দিকে সংগীতশিল্পী আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, ‘হিপহপের নামে অসভ‍্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার বাংলাদেশি সংস্কৃতির সাথে যায় না।’

সবশেষে আসিফ লিখেছেন, ‘সাধু সাবধান’।

আসিফের এই স্ট্যাটাসের সঙ্গে তার অনুরাগীদের অধিকাংশই সহমত প্রকাশ করেছেন। মেহেদী হাসান নামে একজন মন্তব্য করে লিখেছেন, ‘এমন অশ্লীল গান বিটিভিতে প্রচার করলো কীভাবে?’ সোহেল মেহেদি নামের একজন লিখেছেন, ‘খুবই বাজে, এটা মোটেই শোভন নয়। এগুলোকে যারা যুক্ত করেছে তাদের শক্ত করে ধরা উচিত।’

কামরুল হাসান নামের একজন লিখেছেন, ‘অপসংস্কৃতি বহুকিছুই আমরা গ্রহণ করেছি। সেটা যাই হোক, রাষ্ট্রীয় টেলিভিশনে হিপহপের সম্প্রচার ভালো হয় নাই। হয়তো বুঝেও নাই তাদের লিরিক্স কেমন হতে পারে। জুলাই স্পিরিট তো আছেই, কেইবা রিস্ক নিবে।’

এই ভিডিওটি শেয়ার করে নতুন প্রজন্মের সংগীতশিল্পী সিথিঁ সাহাও একটি স্ট্যাটাস দিয়েছেন। অন্যদিকে গীতিকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মানিক মিয়া অ্যাভিনিউতে যে কনসার্ট হলো, সেখানকার একটা ভিডিও দেখলাম। এক দল ছাপড়ি ইংলিশে “ফা*কিং গাইজ” না কী যেন বলল। এই স্তরের খাঁটি ছাপড়ি কীভাবে উন্মুক্ত কনসার্টে উঠতে পারে?’

গায়ক আসিফ ছাড়াও নায়ক সাইমন সাদিক, গায়িকা সিঁথি সাহা বিষয়টি নিয়ে কথা বলেছেন।

এদিকে আসিফ দীর্ঘদিন পর আবারও নিয়মিত বিদেশ সফর শুরু করেছেন। এ যাত্রায় শুরুতেই সংগীত পরিবেশন করতে মালদ্বীপ গেলেন তিনি। ৬ আগস্ট আসিফ দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আসিফ আকবর জানান, আগামী ৮ আগস্ট মালদ্বীপের হুলোমালে সিনথেটিক গ্রাউন্ডে গান শোনাবেন তিনি।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনসার্টের অশ্লীল গান বিটিভিতে প্রচার নিয়ে যা বললেন আসিফ

আপডেট সময় : ০৪:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

বিনোদন প্রতিবেদক: ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে অনুষ্ঠিত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর কনসার্টের ভিডিও ক্লিপ বিটিভি লাইভের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় কয়েকজন শিল্পী গান গাওয়ার সময় প্রকাশের অযোগ্য এমন কিছু ইংরেজি অশালীন শব্দ উচ্চারণ করেছেন।

এ কনসার্টটি বিটিভি সরাসরি প্রচার করেছিল। বিটিভির মতো রাষ্ট্রীয় একটি চ্যানেলে এ ধরনের অশালীন ভাষার গান ও শব্দ প্রচার করা নিয়ে উঠেছে বিতর্ক। সমাজ মাধ্যমে চলছে সমালোচনা।

এই সমালোচনায় যোগ দিয়েছেন দেশের অনেক তারকাও। ভিডিওটি শেয়ার করে আজ (৭ আগস্ট) বেলা ১টার দিকে সংগীতশিল্পী আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, ‘হিপহপের নামে অসভ‍্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার বাংলাদেশি সংস্কৃতির সাথে যায় না।’

সবশেষে আসিফ লিখেছেন, ‘সাধু সাবধান’।

আসিফের এই স্ট্যাটাসের সঙ্গে তার অনুরাগীদের অধিকাংশই সহমত প্রকাশ করেছেন। মেহেদী হাসান নামে একজন মন্তব্য করে লিখেছেন, ‘এমন অশ্লীল গান বিটিভিতে প্রচার করলো কীভাবে?’ সোহেল মেহেদি নামের একজন লিখেছেন, ‘খুবই বাজে, এটা মোটেই শোভন নয়। এগুলোকে যারা যুক্ত করেছে তাদের শক্ত করে ধরা উচিত।’

কামরুল হাসান নামের একজন লিখেছেন, ‘অপসংস্কৃতি বহুকিছুই আমরা গ্রহণ করেছি। সেটা যাই হোক, রাষ্ট্রীয় টেলিভিশনে হিপহপের সম্প্রচার ভালো হয় নাই। হয়তো বুঝেও নাই তাদের লিরিক্স কেমন হতে পারে। জুলাই স্পিরিট তো আছেই, কেইবা রিস্ক নিবে।’

এই ভিডিওটি শেয়ার করে নতুন প্রজন্মের সংগীতশিল্পী সিথিঁ সাহাও একটি স্ট্যাটাস দিয়েছেন। অন্যদিকে গীতিকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মানিক মিয়া অ্যাভিনিউতে যে কনসার্ট হলো, সেখানকার একটা ভিডিও দেখলাম। এক দল ছাপড়ি ইংলিশে “ফা*কিং গাইজ” না কী যেন বলল। এই স্তরের খাঁটি ছাপড়ি কীভাবে উন্মুক্ত কনসার্টে উঠতে পারে?’

গায়ক আসিফ ছাড়াও নায়ক সাইমন সাদিক, গায়িকা সিঁথি সাহা বিষয়টি নিয়ে কথা বলেছেন।

এদিকে আসিফ দীর্ঘদিন পর আবারও নিয়মিত বিদেশ সফর শুরু করেছেন। এ যাত্রায় শুরুতেই সংগীত পরিবেশন করতে মালদ্বীপ গেলেন তিনি। ৬ আগস্ট আসিফ দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আসিফ আকবর জানান, আগামী ৮ আগস্ট মালদ্বীপের হুলোমালে সিনথেটিক গ্রাউন্ডে গান শোনাবেন তিনি।

এসি/