প্রত্যাশা ডেস্ক : লিজ ট্রাসকে গতকাল সোমবার গভর্নিং কনজারভেটিভ পার্টির নেতা এবং ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে। বর্তমানে জীবনযাত্রার সংকট, শিল্প অস্থিরতা এবং মন্দার মুখোমুখি হওয়া দেশটির ক্ষমতা গ্রহণের জন্য তিনি প্রস্তুত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্সের।
গতকাল সোমবার ব্রিটিশ সময় ১১:৩০টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়) প্রধানমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বরিস জনসনের পদত্যাগ ঘোষণার পর থেকে কয়েক সপ্তাহ ধরে ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং পার্টির নেতৃত্বে আসার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। সোমবার বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার পর তিনি আজ মঙ্গলবার রানী এলিজাবেথের সঙ্গে দেখা করতে স্কটল্যান্ডে যাবেন। তারপর রানী নতুন নেতাকে সরকার গঠন করতে বলবেন। জনসনকে স্থলাভিষিক্ত ট্রাস ২০১৫ সালের নির্বাচনের পর থেকে কনজারভেটিভদের চতুর্থ প্রধানমন্ত্রী হলেন; যে সময়টা থেকে দেশটির সংকট ক্রমশ তীব্র হয়েছে। বরিস জনসনের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ট্রাস (৪৭) ব্রিটেনের জীবনযাত্রার সংকট মোকাবেলায় দ্রুত কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, এক সপ্তাহের মধ্যে তিনি ক্রমবর্ধমান জ্বালানি বিল মোকাবেলা এবং ভবিষ্যতের জ্বালানি সরবরাহ সুরক্ষিত করার পরিকল্পনা নিয়ে আসবেন। তিনি তার নেতৃত্বের প্রচারাভিযানের সময় ইঙ্গিত দিয়েছিলেন, অর্থনীতিবিদদের মতে যে কারণগুলোর জন্য মুদ্রাস্ফীতি হবে সে বিষয়ে কাজ করবেন। তিনি ট্যাক্স বৃদ্ধি বাতিল করে এবং অন্যান্য শুল্ক কমিয়ে কনভেনশনকে চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন। ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজ গত মাসে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর বড়, স্থায়ী কর কমানোর জায়গা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
কনজারভেটিভ নেতা লিজ ট্রাস ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ