বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলায় কচুক্ষেত থেকে সালেহা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে; যার হদিস মিলছিল না বলে জানিয়েছে তার বাড়ির লোকজন।
উপজেলার বড় তালেশ্বর গ্রাম থেকে সোমবার রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে বামনা থানার ওসি বশিরুল আলম জানান। মৃত সালেহা বেগম একই গ্রামের মৃত হাসান আলীর স্ত্রী। সালেহা বেগমের মেয়ে আকলিমা বেগম বলেন, “সন্ধ্যার পর থেকে মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি থেকে ৩০০ গজ দূরে বেরিবাঁধের কাছে মায়ের জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে সামনে এগিয়ে যেতে কচুক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখি।” সালেহাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা ওসি বশিরুলের।
কচুক্ষেতে নারীর লাশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ