ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬১

  • আপডেট সময় : ১২:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নারী-শিশুসহ অন্তত ৬১ জন নিহত হয়েছেন। দেশটির রেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে এ তথ্য।
ট্রেন অপারেটর অবকাঠামোর পরিচালক মার্ক মায়োঙ্গা এনদাম্বো স্থানীয় সময় গত শনিবার (১২ মার্চ) জানান, দুর্ঘটনায় ৬১ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী-শিশুও রয়েছে। আহত আরও ৫২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। প্রাদেশিক গভর্নর স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনায় ট্রেনের কিছু বগি খাদে পড়ে যায়। অনেকেই সেখানে আটকা পড়েন। জানা গেছে, ট্রেনটি ১৫টি ওয়াগন দিয়ে তৈরি। যার মধ্যে ১২টি খালি ছিল। ট্রেনটি লুয়েন থেকে টেনকে শহরের দিকে যাচ্ছিলো। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বুয়োফওয়ে গ্রামে প্রবেশ করলে ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে ১৫টি ওয়াগনের মধ্যে ৭টিই খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। কঙ্গোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী এবং মালামাল বহন করার কারণে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। গতবছর অক্টোবরেও একই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত হন। ২০১৯ সালেও দেশটির কাসাই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত হন ২৪ জন এবং আহত হন ৩১ জন। সূত্র: আল-জাজিরা

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশি মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান বেড়েছে ২১ শতাংশ

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬১

আপডেট সময় : ১২:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নারী-শিশুসহ অন্তত ৬১ জন নিহত হয়েছেন। দেশটির রেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে এ তথ্য।
ট্রেন অপারেটর অবকাঠামোর পরিচালক মার্ক মায়োঙ্গা এনদাম্বো স্থানীয় সময় গত শনিবার (১২ মার্চ) জানান, দুর্ঘটনায় ৬১ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী-শিশুও রয়েছে। আহত আরও ৫২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। প্রাদেশিক গভর্নর স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনায় ট্রেনের কিছু বগি খাদে পড়ে যায়। অনেকেই সেখানে আটকা পড়েন। জানা গেছে, ট্রেনটি ১৫টি ওয়াগন দিয়ে তৈরি। যার মধ্যে ১২টি খালি ছিল। ট্রেনটি লুয়েন থেকে টেনকে শহরের দিকে যাচ্ছিলো। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বুয়োফওয়ে গ্রামে প্রবেশ করলে ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে ১৫টি ওয়াগনের মধ্যে ৭টিই খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। কঙ্গোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী এবং মালামাল বহন করার কারণে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। গতবছর অক্টোবরেও একই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত হন। ২০১৯ সালেও দেশটির কাসাই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত হন ২৪ জন এবং আহত হন ৩১ জন। সূত্র: আল-জাজিরা