মাহফুজা শীলু : কখনো কোনো নামহীন অভিমানে
কখনো কোনো নামহীন অভিমানে
মানুষ কি গাছ?
মানুষ কি গাছ, প্রতিদিন সম্পর্কের
গোড়ায় জল ঢালতে হবে?
ক্রোধে-লোভে-স্বার্থপরতায় মানুষ বড় অন্যরকম।
কখনো কোনো নামহীন অভিমানে
দূরে সরে যেতে যেতে যেতে যেতে
মানুষই খুন করে তার অমূল্য প্রেম।
বুঝি কারও খুব কাছে যেতে নেই জানতে দিতে নেই অন্ধিসন্ধি।
প্রেম বেঁচে থাক দূরত্বে, না-পাওয়ায় নচেত প্রেমের আকাঙ্ক্ষায়!
তারও পরের পরে
সেই শুয়োরানি দুয়োরানি অনেক তো হলো
বরং বলি এক ডাকাতের গল্প
ফুলকাটা রিকশা, নিভৃত বারান্দা,
টিএসসির উদ্দাম উল্লাস লুঠ করে নিল সব
কণ্ঠে রবীন্দ্রনাথের গান ছিলো সেই তঞ্চকের!
‘আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।’
তারপর দিন কাটে না রাত কাটে না
ফুলের গন্ধে ঘুম আসে না
তারও পরে সর্ব নাশ হলো
তারও পরের পরে প্রেম ফুরল!