কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লেগে একটি কুকুর মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফ্লাইটটি ছাড়তে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।
ইউএস-বাংলার কক্সবাজারস্থ ইনচার্জ আহমদ মুসা জানান, ঢাকাগামী বিএস ১৫৮ ফ্লাইটটি ৭০ জন যাত্রী নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। উড্ডয়নের আগ মুহূর্তে কিছু একটার সঙ্গে ধাক্কা লাগার অনুভূতি হলে পাইলট সঙ্গে সঙ্গে উড়োজাহাজটি পার্কিংয়ে ফিরিয়ে আনেন। পরবর্তীতে বিস্তারিত পরীক্ষা করে দেখা যায়, রানওয়েতে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগেছিল।
পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে বিমানটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে পুনরায় উড্ডয়ন করে এবং রাত সাড়ে ৮টার দিকে নিরাপদে ঢাকায় পৌঁছে।
বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা বলেন, “ঘটনার পরপরই কুকুরটিকে দ্রুত রানওয়ে থেকে সরিয়ে ফেলা হয় এবং রানওয়ে স্বাভাবিক করা হয়। উড়োজাহাজের কোনো ক্ষতি হয়নি, যাত্রীরাও সম্পূর্ণ নিরাপদ ছিলেন।”
ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে রানওয়ে এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।
ওআ/আপ্র/০৭/১১/২০২৫






















