অর্থনৈতিক ডেস্ক: অনলাইন কেনাকাটায় আইফোন ১৬ প্রো ম্যাক্স, রিভো ই-বাইক, কক্সবাজার ট্রিপসহ বিভিন্ন উপহার নিয়ে দারাজ শুরু হয়েছে ‘লাকি ৭.৭’ ক্যাম্পেইন। ‘লাক ফেভারস দ্য ফাস্ট’ থিমের ওপর ভিত্তি করে ক্যাম্পেইনটি ১৫ জুলাই পর্যন্ত চালানোর ঘোষণা দিয়েছে ই-কমার্স প্ল্যাটফর্মটি।
দারাজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দারাজ ফ্ল্যাশ সেলে শতকরা ৮০ ভাগ পর্যন্ত ছাড়, ৩০ কোটি টাকা মূল্যমানের ভাউচার, ফ্রি ডেলিভারি এবং চোখ ধাঁধানো সব পুরস্কার জেতার সুযোগসহ এই ক্যাম্পেইনটি বছরের অন্যতম সেরা অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে। এবারের ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে কেনাকাটার পাশপাশি বড় পুরস্কার জেতার সুযোগ। ‘দারাজ জ্যাকপট-বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায়, ১৫ জুলাই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডারকারী এবং ন্যূনতম ৩০০ টাকার ডেটল পণ্য ক্রয় করে গ্রাহকরা একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং রিভো ই-বাইক পেতে পারেন।
এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় থাকছে ডেটল ও রিভো।
‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় যে গ্রাহক তার কার্টে সর্বাধিক পণ্য যোগ করবেন এবং ক্যাম্পেইন চলাকালে অন্তত একটি সফল অর্ডার করবেন, তিনি সুমাশ টেকের সৌজন্যে জিতে নেবেন একটি এয়ারপডস প্রো (ফোর্থ জেনারেশন)।
ব্র্যান্ড গিভঅ্যাওয়ে প্রতিযোগিতায় ক্যাম্পেইন চলাকালে সবচেয়ে বেশি লোটো পণ্য কিনলে গ্রাহক পাবেন কক্সবাজার ট্রিপ এবং শপিং ভাউচার।
দারাজ বলছে, সকল বিজয়ী সফল অর্ডারের ওপর ভিত্তি করে নির্বাচিত হবেন এবং ক্যাম্পেইন শেষে দারাজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের নাম ঘোষণা করা হবে। এ ছাড়া থাকছে ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ ৭/৭৭/৭৭৭/৭৭৭৭ টাকা ডিল; যেখানে গ্রাহকরা অনেক কম দামে বিভিন্ন পণ্য কেনার সুযোগ পাবেন। এই অফারে ওভেন মাত্র ৭ টাকায়, এয়ার ফ্রায়ার ৭৭ টাকায় এবং গুগল টিভি মাত্র ৭৭৭ টাকায় পাওয়ার মতো সুযোগ থাকবে; যা সীমিত সময় এবং স্টক থাকা সাপেক্ষে পাওয়া যাবে। এ ছাড়া ক্যাম্পেইনজুড়ে বিভিন্ন সময়ে থাকছে ফ্ল্যাশ ভাউচার।
দারাজের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাহকদের কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে দারাজ বিভিন্ন পেমেন্ট পার্টনারের সাথে কাজ করছে। বিকাশ, সিটি ব্যাংক, মাস্টারকার্ড, ইস্টার্ন ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্সের মাধ্যমে পেমেন্টে থাকছে বিশেষ ছাড়। সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে থাকছে ইএমআই সুবিধা। এ ছাড়া ৩৯৯ টাকার বেশি অর্ডারে গ্রাহক ফ্রি ডেলিভারি এবং দারাজ চয়েস চ্যানেল থেকে কেনাকাটায় ‘৪টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে একটি ফ্রি’র মতো অফার উপভোগ করতে পারবেন।
ওই ক্যাম্পেইনের প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে থাকছে ম্যারিকো, ইউনিলিভার, রেকিট ও লোটো। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ওরাইমো এবং সিলভার স্পন্সর হিসেবে রয়েছে নেসলে, ন্যাচরা কেয়ার, ইউগ্রিন, মাইক্রোল্যাব, নিওকেয়ার, আবুল খায়ের ও অনার।
দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, ‘লাকি ৭.৭ ক্যাম্পেইনটি কেবল একটি ছাড়ের উৎসব নয়; এটি আমাদের গ্রাহক ও বিক্রেতাদের ক্ষমতায়নের একটি উদ্যোগ। এর মাধ্যমে আমরা একদিকে সেরা সব ডিল দিয়ে গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছি, অন্যদিকে আমাদের হাজার সেলার পার্টনারদের ব্যবসাকে আরো শক্তিশালী করতে ও তাদের বিক্রি বৃদ্ধিতে সহায়তা করছি। এটি এমন একটি সমন্বিত প্রচেষ্টা; যা আমাদের ডিজিটাল অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।
ক্যাম্পেইনের রিয়েল টাইম আপডেট, ফ্ল্যাশ ড্রপ ও প্রতিযোগিতার ফলাফল সম্পর্কে জানতে গ্রাহকদের দারাজ অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো ফলো করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
আজকের প্রত্যাশা/কেএমএএ