ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

কক্সবাজারে জমির বিরোধের সংঘর্ষে খতিবসহ নিহত ৩

  • আপডেট সময় : ০৪:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

নিহত খতিব আব্দুল্লাহ আল মামুন (ডানে) ও আব্দুল মান্নান

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের উখিয়া উপজেলায় চাচাতো ভাই-বোনদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মসজিদের খতিব ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান।

নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা মাওলানা আবদুল্লাহ আল মামুন (৪০), প্রতিপক্ষের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও তার বোন শাহিনা বেগম (৩৮)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, জমির বিরোধ নিয়ে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে। হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. জসিম উদ্দিন চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের ময়নাতদন্ত করার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জানান, কুতুপালং পশ্চিমপাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে দুই পক্ষের মাঝে সংঘর্ষ ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি হামলা ও এলোপাতাড়ি কোপানোর ঘটনায় উভয়পক্ষের অনেকে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ায় কুতুপালং পশ্চিম পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাত ও হামলায় কুতুপালং বাজার মসজিদের খতিব এবং জামায়েত নেতা আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান ও শাহিনা বেগম নিহত হন। বর্তমানে তাদের মরদেহ উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ওসি আরিফ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কক্সবাজারে জমির বিরোধের সংঘর্ষে খতিবসহ নিহত ৩

আপডেট সময় : ০৪:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের উখিয়া উপজেলায় চাচাতো ভাই-বোনদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মসজিদের খতিব ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান।

নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা মাওলানা আবদুল্লাহ আল মামুন (৪০), প্রতিপক্ষের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও তার বোন শাহিনা বেগম (৩৮)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, জমির বিরোধ নিয়ে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে। হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. জসিম উদ্দিন চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের ময়নাতদন্ত করার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জানান, কুতুপালং পশ্চিমপাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে দুই পক্ষের মাঝে সংঘর্ষ ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি হামলা ও এলোপাতাড়ি কোপানোর ঘটনায় উভয়পক্ষের অনেকে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ায় কুতুপালং পশ্চিম পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাত ও হামলায় কুতুপালং বাজার মসজিদের খতিব এবং জামায়েত নেতা আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান ও শাহিনা বেগম নিহত হন। বর্তমানে তাদের মরদেহ উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ওসি আরিফ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।