ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

কওমি মাদ্রাসা বোর্ড থেকে ফ্যাসিস্টের দোসর অপসারণের দাবি

  • আপডেট সময় : ০৬:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাক ও হাইয়াতুল উলইলা থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণের দাবি জানিয়েছে সচেতন কওমি ছাত্রসমাজের নামে কওমি শিক্ষার্থীরা।

বুধবার (১ জানুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ফ্যাসিস্টের দোসরদের অপসারণের দাবি নিয়ে মাঠে নেমেছে সচেতন কওমি ছাত্রসমাজ। বেফাক বরাবর গত ২৫ ডিসেম্বর ২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেয় সচেতন কওমি ছাত্রসমাজ। দফা দুটি হলো ৫ আগস্ট পরবর্তী চারমাস অতিবাহিত হলেও শিক্ষাবোর্ড বেফাককে ফ্যাসিবাদের দোসরমুক্ত করা হয়নি। ৭২ ঘণ্টার উবায়দুর রহমান খান নদভী ফয়জুল্লাহ ও আনাস মাদানীসহ ফ্যাসিস্টের সব দোসরদের অপসারণ করতে হবে। জরুরি বৈঠক ডেকে বেফাফ ও হাইয়াতুক উলয়ার সকল দায়িত্ব থেকে তাদের অব্যাহতি প্রদান করতে হবে।

তারা দাবি জানিয়ে বলেন, ফ্যাসিস্ট হাসিনা তার রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য উদ্দেশ্যপ্রণোদিত ও অকার্যকরভাবে কওমি সনদের মুলা ঝুলিয়েছিল। কিন্তু তা কার্যকর করতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অতিসত্বর শিক্ষাবিদ ও কওমি মাদ্রাসা শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সনদের কার্যকারিতা নিশ্চিতকরতে বেফাককে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

সচেতন কওমি ছাত্র সমাজের প্রতিনিধিরা বলেন, আমরা আমাদের চলমান আন্দোলনের বিষয়ে বলতে চাই ফ্যাসিবাদের দোসরাদের যদি পদ বাঁচানোর চেষ্টা করা হয়, তাহলে বেফাকের বিষদাঁত উপড়ে ফেলতে আমাদের প্রাণের শিক্ষাবোর্ড বেফাককে ফ্যাসিস্ট দোসরমুক্ত করতে আমরা আমাদের আন্দোলনকে তীব্র গতিতে রাজপথে নামতে বাধ্য হব। আমরা আগামী ২ জানুয়ারি সারাদেশের কওমি মাদ্রাসাগুলোতে গণসংযোগ এবং ৩ জানুয়ারি ঢাকার বায়তুল মোকাররমে বাদ জুমা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সচেতন কওমি ছাত্রসমাজের আবুল হাসান মেহরাম, মাহাদি হাসান, তৌহা মাহবুব প্রমুখ।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসা বোর্ড থেকে ফ্যাসিস্টের দোসর অপসারণের দাবি

আপডেট সময় : ০৬:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাক ও হাইয়াতুল উলইলা থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণের দাবি জানিয়েছে সচেতন কওমি ছাত্রসমাজের নামে কওমি শিক্ষার্থীরা।

বুধবার (১ জানুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ফ্যাসিস্টের দোসরদের অপসারণের দাবি নিয়ে মাঠে নেমেছে সচেতন কওমি ছাত্রসমাজ। বেফাক বরাবর গত ২৫ ডিসেম্বর ২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেয় সচেতন কওমি ছাত্রসমাজ। দফা দুটি হলো ৫ আগস্ট পরবর্তী চারমাস অতিবাহিত হলেও শিক্ষাবোর্ড বেফাককে ফ্যাসিবাদের দোসরমুক্ত করা হয়নি। ৭২ ঘণ্টার উবায়দুর রহমান খান নদভী ফয়জুল্লাহ ও আনাস মাদানীসহ ফ্যাসিস্টের সব দোসরদের অপসারণ করতে হবে। জরুরি বৈঠক ডেকে বেফাফ ও হাইয়াতুক উলয়ার সকল দায়িত্ব থেকে তাদের অব্যাহতি প্রদান করতে হবে।

তারা দাবি জানিয়ে বলেন, ফ্যাসিস্ট হাসিনা তার রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য উদ্দেশ্যপ্রণোদিত ও অকার্যকরভাবে কওমি সনদের মুলা ঝুলিয়েছিল। কিন্তু তা কার্যকর করতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অতিসত্বর শিক্ষাবিদ ও কওমি মাদ্রাসা শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সনদের কার্যকারিতা নিশ্চিতকরতে বেফাককে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

সচেতন কওমি ছাত্র সমাজের প্রতিনিধিরা বলেন, আমরা আমাদের চলমান আন্দোলনের বিষয়ে বলতে চাই ফ্যাসিবাদের দোসরাদের যদি পদ বাঁচানোর চেষ্টা করা হয়, তাহলে বেফাকের বিষদাঁত উপড়ে ফেলতে আমাদের প্রাণের শিক্ষাবোর্ড বেফাককে ফ্যাসিস্ট দোসরমুক্ত করতে আমরা আমাদের আন্দোলনকে তীব্র গতিতে রাজপথে নামতে বাধ্য হব। আমরা আগামী ২ জানুয়ারি সারাদেশের কওমি মাদ্রাসাগুলোতে গণসংযোগ এবং ৩ জানুয়ারি ঢাকার বায়তুল মোকাররমে বাদ জুমা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সচেতন কওমি ছাত্রসমাজের আবুল হাসান মেহরাম, মাহাদি হাসান, তৌহা মাহবুব প্রমুখ।