ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

কংগ্রেস আমার কবর খুঁড়ছে, আমি ব্যস্ত রাস্তা নির্মাণে

  • আপডেট সময় : ০৮:৪৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : বিজেপি যেখানে রাস্তা নির্মাণ করছে, কংগ্রেস সেখানে কবর খুঁড়ছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘কংগ্রেস আমার কবর খননের স্বপ্ন দেখছে, আর আমি বেঙ্গালুরু-মইসুরু এক্সপ্রেসওয়ে তৈরি করে জীবনকে সহজ করার চেষ্টায় আছি।’
প্রধানমন্ত্রী মোদি মান্ডা এবং হুবলি-ধারওয়াদ জেলায় রবিবার প্রায় ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করন। এ সময় তিনি বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন; যা এনএইচ-২৭৫ এর বেঙ্গালুরু-নিদাঘট্টা-মাইসুরু সেকশনের ছয় লেনের একটি প্রকল্প। ১১৮ কি.মি দীর্ঘ প্রকল্পটি প্রায় ৮ হাজার ৪৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। এতে বেঙ্গালুরু এবং মাইসুরুর মধ্যে ভ্রমণের সময় প্রায় তিন ঘন্টা থেকে প্রায় ৭৫ মিনিটে কমিয়ে আনা হবে বলে আশা করা হচ্ছে। এ সময় ‘মোদি তেরি কবর খুদেগি’ স্লোগান উত্থাপন করার জন্য কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস ‘মোদির কবর খনন’ করার স্বপ্ন দেখছে। কিন্তু তারা জানে না যে মা, বোন এবং দেশের মানুষের আশীর্বাদ আমার সুরক্ষা ঢাল হিসেবে কাজ করে। তারা (কংগ্রেস) মোদির কবর খনন করার স্বপ্ন দেখতে ব্যস্ত। আর আমি ব্যাঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে তৈরিতে এবং দরিদ্রদের জীবনযাত্রার উন্নতিতে ব্যস্ত।’
মান্ডা পুরাতন মহীশূর অঞ্চলের নয়টি জেলার একটি; যার মধ্যে মাইসুর, চামরাজানগর, রামানাগাড়া, বেঙ্গালুরু গ্রামীণ, কোলার, চিক্কাবাল্লাপুর, তুমাকুরু এবং হাসান জেলা রয়েছে। ৬১টি বিধানসভা আসনসহ পুরনো মহীশূর অঞ্চল জেডিএসের শক্ত ঘাঁটি। এলাকায় কংগ্রেসেরও শক্ত প্রভাব রয়েছে। কর্ণাটকে দুর্নীতির অভিযোগের জর্জরিত বিজেপি এখন মান্ডায় ভোট জয়ের আশায় প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তার ওপর নির্ভর করছে। এ বছরের শেষে রাজ্যে ভোট হবে। সূত্র: এনডিটিভি

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কংগ্রেস আমার কবর খুঁড়ছে, আমি ব্যস্ত রাস্তা নির্মাণে

আপডেট সময় : ০৮:৪৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

প্রত্যাশা ডেস্ক : বিজেপি যেখানে রাস্তা নির্মাণ করছে, কংগ্রেস সেখানে কবর খুঁড়ছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘কংগ্রেস আমার কবর খননের স্বপ্ন দেখছে, আর আমি বেঙ্গালুরু-মইসুরু এক্সপ্রেসওয়ে তৈরি করে জীবনকে সহজ করার চেষ্টায় আছি।’
প্রধানমন্ত্রী মোদি মান্ডা এবং হুবলি-ধারওয়াদ জেলায় রবিবার প্রায় ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করন। এ সময় তিনি বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন; যা এনএইচ-২৭৫ এর বেঙ্গালুরু-নিদাঘট্টা-মাইসুরু সেকশনের ছয় লেনের একটি প্রকল্প। ১১৮ কি.মি দীর্ঘ প্রকল্পটি প্রায় ৮ হাজার ৪৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। এতে বেঙ্গালুরু এবং মাইসুরুর মধ্যে ভ্রমণের সময় প্রায় তিন ঘন্টা থেকে প্রায় ৭৫ মিনিটে কমিয়ে আনা হবে বলে আশা করা হচ্ছে। এ সময় ‘মোদি তেরি কবর খুদেগি’ স্লোগান উত্থাপন করার জন্য কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস ‘মোদির কবর খনন’ করার স্বপ্ন দেখছে। কিন্তু তারা জানে না যে মা, বোন এবং দেশের মানুষের আশীর্বাদ আমার সুরক্ষা ঢাল হিসেবে কাজ করে। তারা (কংগ্রেস) মোদির কবর খনন করার স্বপ্ন দেখতে ব্যস্ত। আর আমি ব্যাঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে তৈরিতে এবং দরিদ্রদের জীবনযাত্রার উন্নতিতে ব্যস্ত।’
মান্ডা পুরাতন মহীশূর অঞ্চলের নয়টি জেলার একটি; যার মধ্যে মাইসুর, চামরাজানগর, রামানাগাড়া, বেঙ্গালুরু গ্রামীণ, কোলার, চিক্কাবাল্লাপুর, তুমাকুরু এবং হাসান জেলা রয়েছে। ৬১টি বিধানসভা আসনসহ পুরনো মহীশূর অঞ্চল জেডিএসের শক্ত ঘাঁটি। এলাকায় কংগ্রেসেরও শক্ত প্রভাব রয়েছে। কর্ণাটকে দুর্নীতির অভিযোগের জর্জরিত বিজেপি এখন মান্ডায় ভোট জয়ের আশায় প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তার ওপর নির্ভর করছে। এ বছরের শেষে রাজ্যে ভোট হবে। সূত্র: এনডিটিভি