ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

কংগ্রেসের দিন শেষ : কেজরিওয়াল

  • আপডেট সময় : ০৩:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, কংগ্রেসের দিন শেষ। গতকাল মঙ্গলবার গুজরাট রাজ্যে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। আগামী বছরের শুরুর দিকে গুজরাটে বিধানসভা নির্বাচন সামনে রেখে আজ রাজ্যের টাউন হলে স্যানিটেশনকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন কেজরিওয়াল। তখন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। ওই সময় এক সাংবাদিক তার কাছে কংগ্রেসের একটি অভিযোগের ব্যাপারে জানতে চান। কংগ্রেসের অভিযোগটি হলো, পাঞ্জাবের আম আদমি পার্টি সরকার দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকার পরও তারা গুজরাটের জন্য বিজ্ঞাপন দিতে কোটি কোটি রুপি খরচ করছে। কেজরিওয়াল ওই সাংবাদিককে বলেন, কে এ প্রশ্ন তুলেছে। ওই সাংবাদিক কংগ্রেসের কথা বলার পর আম আদমি পার্টির এ নেতা বলেন, ‘কংগ্রেসের দিন শেষ। তাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া বন্ধ করুন। জনগণের এ ব্যাপারে স্পষ্ট ধারণা আছে। তাদের (কংগ্রেস) জিজ্ঞাসা নিয়ে কেউ ভাবে না।’ গুজরাটে কেজরিওয়ালকে কংগ্রেসের বদলে এএপিকে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করতে দেখা গেছে। কংগ্রেসকে ভোট দিয়ে মূল্যবান ভোট নষ্ট না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কেজরিওয়াল বলেন, ‘রাজ্যে এমন মানুষ আছেন, যারা বিজেপিকে ক্ষমতায় দেখতে চান না, আবার কংগ্রেসকেও ভোট দিতে চান না। তাদের ভোট আমাদের পেতে হবে। কারণ, রাজ্যে আমরাই বিজেপির একমাত্র বিকল্প।’ গুজরাটের শবরমতী আশ্রমে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সিং কেজরিওয়াল এমন সময়ে কংগ্রেসের দিন শেষ বলে মন্তব্য করেছেন, যখন কিনা দলটি ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করেছে। সম্প্রতি কংগ্রেসের পতাকা উড়িয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা শুরু করেন। টানা ৫ মাস ধরে ১২টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করে রাহুল ও তার সঙ্গীরা পদব্রজে কাশ্মীরের রাজধানী শ্রীনগর পৌঁছে যাত্রা শেষ করবেন। যাত্রাপথে তাদের একটাই বার্তা, ঘৃণা ও হিংসা, যা ভারতকে বিভক্ত করে দিচ্ছে, তার অবসান ঘটিয়ে প্রকৃত অর্থে বহুত্ববাদ ফিরিয়ে এনে দেশকে ঐক্যবদ্ধ করা। এই যাত্রাপথে রাহুল ও বিভিন্ন রাজ্য থেকে বাছাই করা শতাধিক যাত্রী তাবু খাঁটিয়ে রাত যাপন করবেন। যাত্রাপথে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কংগ্রেসের দিন শেষ : কেজরিওয়াল

আপডেট সময় : ০৩:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, কংগ্রেসের দিন শেষ। গতকাল মঙ্গলবার গুজরাট রাজ্যে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। আগামী বছরের শুরুর দিকে গুজরাটে বিধানসভা নির্বাচন সামনে রেখে আজ রাজ্যের টাউন হলে স্যানিটেশনকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন কেজরিওয়াল। তখন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। ওই সময় এক সাংবাদিক তার কাছে কংগ্রেসের একটি অভিযোগের ব্যাপারে জানতে চান। কংগ্রেসের অভিযোগটি হলো, পাঞ্জাবের আম আদমি পার্টি সরকার দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকার পরও তারা গুজরাটের জন্য বিজ্ঞাপন দিতে কোটি কোটি রুপি খরচ করছে। কেজরিওয়াল ওই সাংবাদিককে বলেন, কে এ প্রশ্ন তুলেছে। ওই সাংবাদিক কংগ্রেসের কথা বলার পর আম আদমি পার্টির এ নেতা বলেন, ‘কংগ্রেসের দিন শেষ। তাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া বন্ধ করুন। জনগণের এ ব্যাপারে স্পষ্ট ধারণা আছে। তাদের (কংগ্রেস) জিজ্ঞাসা নিয়ে কেউ ভাবে না।’ গুজরাটে কেজরিওয়ালকে কংগ্রেসের বদলে এএপিকে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করতে দেখা গেছে। কংগ্রেসকে ভোট দিয়ে মূল্যবান ভোট নষ্ট না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কেজরিওয়াল বলেন, ‘রাজ্যে এমন মানুষ আছেন, যারা বিজেপিকে ক্ষমতায় দেখতে চান না, আবার কংগ্রেসকেও ভোট দিতে চান না। তাদের ভোট আমাদের পেতে হবে। কারণ, রাজ্যে আমরাই বিজেপির একমাত্র বিকল্প।’ গুজরাটের শবরমতী আশ্রমে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সিং কেজরিওয়াল এমন সময়ে কংগ্রেসের দিন শেষ বলে মন্তব্য করেছেন, যখন কিনা দলটি ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করেছে। সম্প্রতি কংগ্রেসের পতাকা উড়িয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা শুরু করেন। টানা ৫ মাস ধরে ১২টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করে রাহুল ও তার সঙ্গীরা পদব্রজে কাশ্মীরের রাজধানী শ্রীনগর পৌঁছে যাত্রা শেষ করবেন। যাত্রাপথে তাদের একটাই বার্তা, ঘৃণা ও হিংসা, যা ভারতকে বিভক্ত করে দিচ্ছে, তার অবসান ঘটিয়ে প্রকৃত অর্থে বহুত্ববাদ ফিরিয়ে এনে দেশকে ঐক্যবদ্ধ করা। এই যাত্রাপথে রাহুল ও বিভিন্ন রাজ্য থেকে বাছাই করা শতাধিক যাত্রী তাবু খাঁটিয়ে রাত যাপন করবেন। যাত্রাপথে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন।