ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ওয়াসিম আকরাম ও মাশরাফির রেকর্ডে ভাগ বসালেন সাকিব

  • আপডেট সময় : ১০:২০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ১০২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ব্যাটিংয়ে রান না পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে ২টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। আর তাতেই দুই কিংবদন্তির রেকর্ডে ভাগ বসিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
টানা দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। এর মধ্যে সাকিব ২ উইকেট নিয়ে ছুঁয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম ও বাংলাদেশের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মর্তুজাকে।
একদিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে মাশরাফিকে স্পর্শ করেছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে দুজনই নিয়েছেন ২৬৯টি করে উইকেট। অবশ্য ওয়ানডেতে মাশরাফির মোট উইকেট ২৭০টি। তবে ম্যাশ একটি নিয়েছেন এশিয়া একাদশের হয়ে।
অন্যদিকে, ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে পাকিস্তানের ওয়াসিম আকরামের পাশেও বসেছেন সাকিব। সাবেক পাকিস্তানি বাঁহাতি পেসার সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ১২২টি উইকেট নিয়েছিলেন। গতকাল দুই উইকেট নেওয়ায় মিরপুরে সাকিবের উইকেটসংখ্যাও এখন ১২২টি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ওয়াসিম আকরাম ও মাশরাফির রেকর্ডে ভাগ বসালেন সাকিব

আপডেট সময় : ১০:২০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

ক্রীড়া ডেস্ক : ব্যাটিংয়ে রান না পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে ২টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। আর তাতেই দুই কিংবদন্তির রেকর্ডে ভাগ বসিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
টানা দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। এর মধ্যে সাকিব ২ উইকেট নিয়ে ছুঁয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম ও বাংলাদেশের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মর্তুজাকে।
একদিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে মাশরাফিকে স্পর্শ করেছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে দুজনই নিয়েছেন ২৬৯টি করে উইকেট। অবশ্য ওয়ানডেতে মাশরাফির মোট উইকেট ২৭০টি। তবে ম্যাশ একটি নিয়েছেন এশিয়া একাদশের হয়ে।
অন্যদিকে, ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে পাকিস্তানের ওয়াসিম আকরামের পাশেও বসেছেন সাকিব। সাবেক পাকিস্তানি বাঁহাতি পেসার সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ১২২টি উইকেট নিয়েছিলেন। গতকাল দুই উইকেট নেওয়ায় মিরপুরে সাকিবের উইকেটসংখ্যাও এখন ১২২টি।