ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ওয়াশিংটনে গোলাগুলিতে চারজন গুলিবিদ্ধ

  • আপডেট সময় : ০৯:৪০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি বেসবল স্টেডিয়ামে গোলাগুলির ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটেছে। গোলাগুলির সময় কয়েক হাজার দর্শক স্টেডিয়ামে খেলা দেখছিলেন।
পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় পরবর্তী কোনও হুমকি নেই বলে জানানো হয়েছে। তবে গুলিবিদ্ধ লোকজনের বর্তমান অবস্থা পরিষ্কারভাবে জানানো হয়নি।
পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, তারা গোলাগুলির ঘটনায় কাজ করছেন। এই ঘটনায় দু’জন ন্যাশনাল পার্কের বাইরে গুলিবিদ্ধ হয়েছেন।
এরপরেই আরও এক টুইট বার্তায় জানানো হয়েছে, গুলিবিদ্ধ দু’জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। তবে পরবর্তীতে আর কোনও হামলার হুমকি নেই বলে জানানো হয়েছে।
এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আহত চারজনের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। কী কারণে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ন্যাশনাল পার্ক স্টেডিয়ামে দুই দলের মধ্যে বেসবল খেলা চলছিল। খেলার ষষ্ঠ ইনিংস চলাকালে বাইরে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। মুহূর্তে স্টেডিয়ামের দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরপরই স্টেডিয়ামে খেলা বন্ধ হয়ে যায়। স্থগিত হওয়া খেলা আগামী রোববার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
মাত্র কয়েকদিন আগেই দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৪ জুলাই (রোববার) সাপ্তাহিক ছুটির দিনে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে।
দেশটির গান ভায়োলেন্স আর্কাইভের সংগ্রহ করা তথ্য জানিয়ে সিএনএন’র খবরে বলা হয়েছে, শুধুমাত্র নিউইয়র্কেই ওই সময়ে ২১টি ঘটনায় ২৬ জন গুলিবিদ্ধ হয়েছে। গত বছর একই সময়ে সেখানে ২৫টি গোলাগুলির ঘটনায় ৩০ জন গুলিবিদ্ধ হয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ওয়াশিংটনে গোলাগুলিতে চারজন গুলিবিদ্ধ

আপডেট সময় : ০৯:৪০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি বেসবল স্টেডিয়ামে গোলাগুলির ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটেছে। গোলাগুলির সময় কয়েক হাজার দর্শক স্টেডিয়ামে খেলা দেখছিলেন।
পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় পরবর্তী কোনও হুমকি নেই বলে জানানো হয়েছে। তবে গুলিবিদ্ধ লোকজনের বর্তমান অবস্থা পরিষ্কারভাবে জানানো হয়নি।
পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, তারা গোলাগুলির ঘটনায় কাজ করছেন। এই ঘটনায় দু’জন ন্যাশনাল পার্কের বাইরে গুলিবিদ্ধ হয়েছেন।
এরপরেই আরও এক টুইট বার্তায় জানানো হয়েছে, গুলিবিদ্ধ দু’জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। তবে পরবর্তীতে আর কোনও হামলার হুমকি নেই বলে জানানো হয়েছে।
এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আহত চারজনের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। কী কারণে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ন্যাশনাল পার্ক স্টেডিয়ামে দুই দলের মধ্যে বেসবল খেলা চলছিল। খেলার ষষ্ঠ ইনিংস চলাকালে বাইরে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। মুহূর্তে স্টেডিয়ামের দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরপরই স্টেডিয়ামে খেলা বন্ধ হয়ে যায়। স্থগিত হওয়া খেলা আগামী রোববার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
মাত্র কয়েকদিন আগেই দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৪ জুলাই (রোববার) সাপ্তাহিক ছুটির দিনে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে।
দেশটির গান ভায়োলেন্স আর্কাইভের সংগ্রহ করা তথ্য জানিয়ে সিএনএন’র খবরে বলা হয়েছে, শুধুমাত্র নিউইয়র্কেই ওই সময়ে ২১টি ঘটনায় ২৬ জন গুলিবিদ্ধ হয়েছে। গত বছর একই সময়ে সেখানে ২৫টি গোলাগুলির ঘটনায় ৩০ জন গুলিবিদ্ধ হয়েছিল।