ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে জিতলেন তিনজন

  • আপডেট সময় : ১১:৩১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রোজার ঈদ উপলক্ষে ফ্রিজ কিনলে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ দিচ্ছে প্রযুক্তি পণ্যের দেশীয় কোম্পানি ওয়ালটন। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ালটন ফ্রিজ কিনে ইতোমধ্যে তিন জন ক্রেতা ১০ লাখ টাকা করে পেয়েছেন। আর ১ লাখ টাকা করে পেয়েছেন আরও ১০ জন। পাশাপাশি ওয়ালটন টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে ৭৫ হাজারের বেশি বিভিন্ন পণ্য ফ্রি পেয়েছেন ক্রেতারা। ময়মনসিংহের ফুলবাড়িয়ার দাসবাড়ি গ্রামের মাদ্রাসা শিক্ষক আবুল হাসিম, নাটোরের কাফুরিয়া ইউনিয়নের বিরাহিমপুর জামে মসজিদের ইমাম মো. আব্দুর রাজ্জাক এবং সিংড়ার শতকুঁড়ি উত্তরপাড়ার কৃষক জুয়েল রানা জিতেছেন ১০ লাখ টাকা করে। আবুল হাসিম ও আব্দুর রাজ্জাককে ইতোমধ্যে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। জুয়েল রানাসহ অন্যদের টাকাও শিগগিরই বুঝিয়ে দেওয়া হবে বলে ওয়ালটন জানিয়েছে। ফুলবাড়িয়ার দেওখোলা বাজারে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘মেসার্স মমতাজ ইলেকট্রনিক্সে’ আনুষ্ঠানিকভাবে আবুল হাসিমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। এর আগে ৯ এপ্রিল কানাইখালি ওয়ালটন প্লাজায় একটি অনুষ্ঠানে আব্দুর রাজ্জাকের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ। আবুল হাসিম বলেন, “ওয়ালটন ফ্রিজ কিনে আমার ভাগ্য বদলে গেল। এই টাকা ভবিষ্যতের জন্য জমা রাখব। এভাবে ক্রেতাদের নানান সুবিধা দেওয়ায় ওয়ালটনকে ধন্যবাদ।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ এই মুহূর্তে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে জিতলেন তিনজন

আপডেট সময় : ১১:৩১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : রোজার ঈদ উপলক্ষে ফ্রিজ কিনলে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ দিচ্ছে প্রযুক্তি পণ্যের দেশীয় কোম্পানি ওয়ালটন। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ালটন ফ্রিজ কিনে ইতোমধ্যে তিন জন ক্রেতা ১০ লাখ টাকা করে পেয়েছেন। আর ১ লাখ টাকা করে পেয়েছেন আরও ১০ জন। পাশাপাশি ওয়ালটন টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে ৭৫ হাজারের বেশি বিভিন্ন পণ্য ফ্রি পেয়েছেন ক্রেতারা। ময়মনসিংহের ফুলবাড়িয়ার দাসবাড়ি গ্রামের মাদ্রাসা শিক্ষক আবুল হাসিম, নাটোরের কাফুরিয়া ইউনিয়নের বিরাহিমপুর জামে মসজিদের ইমাম মো. আব্দুর রাজ্জাক এবং সিংড়ার শতকুঁড়ি উত্তরপাড়ার কৃষক জুয়েল রানা জিতেছেন ১০ লাখ টাকা করে। আবুল হাসিম ও আব্দুর রাজ্জাককে ইতোমধ্যে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। জুয়েল রানাসহ অন্যদের টাকাও শিগগিরই বুঝিয়ে দেওয়া হবে বলে ওয়ালটন জানিয়েছে। ফুলবাড়িয়ার দেওখোলা বাজারে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘মেসার্স মমতাজ ইলেকট্রনিক্সে’ আনুষ্ঠানিকভাবে আবুল হাসিমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। এর আগে ৯ এপ্রিল কানাইখালি ওয়ালটন প্লাজায় একটি অনুষ্ঠানে আব্দুর রাজ্জাকের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ। আবুল হাসিম বলেন, “ওয়ালটন ফ্রিজ কিনে আমার ভাগ্য বদলে গেল। এই টাকা ভবিষ্যতের জন্য জমা রাখব। এভাবে ক্রেতাদের নানান সুবিধা দেওয়ায় ওয়ালটনকে ধন্যবাদ।”