ক্রীড়া ডেস্ক : ডেভিড ওয়ার্নারকে ওয়ানডে অধিনায়ক করা হতে পারে- এমন গুঞ্জন শোনা গিয়েছিল। যে কারণে তার ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে ফেলারও কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ডেভিড ওয়ার্নার নয়, ওয়ানডেতে অ্যারোন ফিঞ্চের উত্তরসূরি হিসেবে বেছে নেয়া হয়েছে প্যাট কামিন্সকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন তিনি। মাস খানেক আগেই ওয়ানডে থেকে অবসরে চলে যান অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যখন দল প্রস্তুত হচ্ছে, তখনই ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হলো। টেস্টের সঙ্গে ওয়ানডে দলেরও দায়িত্ব পালন কররেন কামিন্স। এবং তিনিই প্রথম পেসার যিনি অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন। তিনি হবেন দেশটির ২৭তম ওয়ানডে অধিনায়ক। তবে, ওয়ানডেতে প্যাট কামিন্সের সহকারী হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেয়ার জন্য তারা কয়েকজনকে নিয়ে একটি ‘অধিনায়ক গ্রুপ’ তৈরি করবে। যাতে করে, পালবদল করে অধিনায়ক নির্বাচন করা যায়। এটা করা হবে, কারণ- খেলা বেশি থাকার কারণে দেখা যাচ্ছে সব ম্যাচ খেলতে পারছেন না কামিন্স। এমনকি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও তার খেলা মিস করার সম্ভাবনা রয়েছে। সে কারণেই ক্রিকেট অস্ট্রেলিয়া আগাম প্রস্তুতি নিয়ে রাখছে। ফিঞ্চের অবসরের পর, বেশ কয়েকজন ছিলেন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে। ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথই ছিলেন সবার চেয়ে এগিয়ে। এছাড়া অধিনায়কত্ব পাওয়ার দাবিদার ছিলেন অ্যালেক্স ক্যারেও। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিঞ্চের ইনজুরির কারণে ভারপ্রাপ্ত হিসেবে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন ক্যারেন।
তবে আজীবনের জন্য অধিনায়কত্বের নিষেধাজ্ঞা বহাল থাকায় ডেভিড ওয়ার্নার দৌড়ের বাইরে চলে যান। তাকে অধিনায়ক করতে হলে বোর্ডকে আগে তার নিষেধাজ্ঞা বদলাতে হবে। এছাড়া নেতৃত্ব পাওয়ার দৌড়ে ছিলেন মিচেল মার্শও। সবাইকে পেছনে ফেলে কামিন্সকেই ওয়ানডে অধিনায়ক হিসেবে বেছে নিলো ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা। নতুন দায়িত্ব পেয়ে প্যাট কামিন্স বলেন, ‘ফিঞ্চের নেতৃত্বে খেলে দারুণ উপভোগ করেছি। নেতৃত্ব দেওয়ার অনেক কিছু শিখেছি। আমাদের এক দিনের দলের অভিজ্ঞতা প্রচুর। এমন একটি দলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে খুবই গর্বের।’ ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তা বেন অলিভার বলেন, ‘আমরা খুবই সৌভাগ্যবান যে, সব ধরনের ক্রিকেটে আমাদের এত অভিজ্ঞ ক্রিকেটার এবং নেতা রয়েছে। বোর্ড এবং নির্বাচকরা মনে করেছে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য কামিন্সই সেরা।’ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘টেস্ট দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছে কামিন্স। আশা করি এক দিনের বিশ্বকাপেও ওর নেতৃত্বে ভাল খেলবে দল।’
ওয়ার্নার নয়, কামিন্সই হলেন অস্ট্রেলিয়ার নতুন ওয়ানডে অধিনায়ক
ট্যাগস :
ওয়ার্নার নয়
জনপ্রিয় সংবাদ