ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ওষুধের দাম কমালে রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০১:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘স্বাস্থ্য খাতের উন্নতির জন্য আমি সবার সহযোগিতা চাই। স্বাস্থ্যব্যবস্থাকে সুন্দর করতে চাই। যদি ওষুধের দাম সহজলভ্য করা যায়, তাহলে আমরা সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো। তবে এটির দাম কমানো বা বাড়ানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। নিজেদের মধ্যে আলাপ-আলোচনার পর এ বিষয়ে জানানো হবে।’ গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ১৫তম এশিয়া ফার্মা এক্সপো-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘মেডিক্যাল ডিভাইস আমাদের দেশে সেভাবে তৈরি না হওয়ায় বিদেশ থেকে ওষুধ আমদানি করতে হয়। ফলে খরচ বেড়ে যায় কয়েক গুণ। দেশেই যদি তৈরি করা যায়, তাহলে দেশেই চিকিৎসা সহজলভ্য হবে। এ ব্যাপারে বিভিন্ন কোম্পানিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ অনুষ্ঠানে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যে ওষুধের কোয়ালিটি (মান) ভালো নয়, সেটা আসলে ওষুধই না। মানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আগে। দেশে ওষুধশিল্পের সক্ষমতা নিয়ে কোনও সন্দেহ নেই। দেশের চাহিদা পূরণ করে ওষুধ বিদেশেও পাঠানো হচ্ছে। করোনার সময়ও পাঠিয়েছি। এখন আমাদের কোয়ালিটির ব্যাপারে গুরুত্ব দিতে হবে।’ সরকারকে সব সময় স্বাস্থ্য খাত নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে জানিয়ে পাপন বলেন, ‘স্বাস্থ্য খাতে একসঙ্গে কাজ না করলে বিপদ হতে পারে। অন্যদিকে ওষুধের উৎপাদন খরচ যেভাবে বেড়েছে, সেভাবে আমরা ওষুধের দাম বাড়াইনি। তবে যেসব জায়গায় ওষুধের দাম অ্যাডজাস্ট করতে হবে, সেসব জায়গায় অ্যাডজাস্ট করা হবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান প্রমুখ।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ওষুধের দাম কমালে রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘স্বাস্থ্য খাতের উন্নতির জন্য আমি সবার সহযোগিতা চাই। স্বাস্থ্যব্যবস্থাকে সুন্দর করতে চাই। যদি ওষুধের দাম সহজলভ্য করা যায়, তাহলে আমরা সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো। তবে এটির দাম কমানো বা বাড়ানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। নিজেদের মধ্যে আলাপ-আলোচনার পর এ বিষয়ে জানানো হবে।’ গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ১৫তম এশিয়া ফার্মা এক্সপো-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘মেডিক্যাল ডিভাইস আমাদের দেশে সেভাবে তৈরি না হওয়ায় বিদেশ থেকে ওষুধ আমদানি করতে হয়। ফলে খরচ বেড়ে যায় কয়েক গুণ। দেশেই যদি তৈরি করা যায়, তাহলে দেশেই চিকিৎসা সহজলভ্য হবে। এ ব্যাপারে বিভিন্ন কোম্পানিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ অনুষ্ঠানে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যে ওষুধের কোয়ালিটি (মান) ভালো নয়, সেটা আসলে ওষুধই না। মানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আগে। দেশে ওষুধশিল্পের সক্ষমতা নিয়ে কোনও সন্দেহ নেই। দেশের চাহিদা পূরণ করে ওষুধ বিদেশেও পাঠানো হচ্ছে। করোনার সময়ও পাঠিয়েছি। এখন আমাদের কোয়ালিটির ব্যাপারে গুরুত্ব দিতে হবে।’ সরকারকে সব সময় স্বাস্থ্য খাত নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে জানিয়ে পাপন বলেন, ‘স্বাস্থ্য খাতে একসঙ্গে কাজ না করলে বিপদ হতে পারে। অন্যদিকে ওষুধের উৎপাদন খরচ যেভাবে বেড়েছে, সেভাবে আমরা ওষুধের দাম বাড়াইনি। তবে যেসব জায়গায় ওষুধের দাম অ্যাডজাস্ট করতে হবে, সেসব জায়গায় অ্যাডজাস্ট করা হবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান প্রমুখ।