ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

ওয়েস্ট হ্যামের মাঠে হারল ইউনাইটেড

  • আপডেট সময় : ০৪:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

ক্রীডা ডেস্ক: প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর ফের পথ হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। পিছিয়ে পড়ার পর একবার ঘুরে দাঁড়ালেও, শেষ পর্যন্ত আর পারেনি তারা। শেষদিকের গোলে দারুণ এক জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরেছে এরিক টেন হাগের দল। সামারভিলের গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ার পর সমতা টানেন কাসেমিরো। যোগ করা সময়ের পেনাল্টি গোলে ব্যবধান গড়ে দেন জ্যারড বোয়েন।
লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের মাঠে জিতেছিল ইউনাইটেড। তবে, গত বৃহস্পতিবার ফের পথ হারিয়ে ইউরোপা লিগে ফেনেরবাচের সঙ্গে ১-১ ড্র করে তারা। আর এবার প্রথমার্ধে দারুণ পারফরম্যান্সে, অনেক সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের ব্যর্থতায় হেরেই গেল প্রিমিয়ার লিগের সফলতম দলটি। ম্যাচ শুরু হতেই এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। কিন্তু ভাগ্য সহায় হয়নি; আলেহান্দ্রো গার্নাচোর শট ক্রসবারে বাধা পায়। এরপর একের পর এক আক্রমণ করতে থাকে সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণাত্মক ফুটবলে চাপ ধরে রাখে দলটি; কিন্তু গোলের দেখা মিলছিল না। উল্টো বিরতির পর একটু একটু করে পাল্টা চাপ দেওয়া ওয়েস্ট হ্যাম দারুন এক আক্রমণে ৭৪তম মিনিটে প্রতিপক্ষকে স্তব্ধ করে দেয়। সতীর্থের পাস বক্সের মাঝে পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি ড্যানি ইঙ্গস। দূরের পোস্ট দিয়ে বল বেরিয়ে যাচ্ছিল, ছুটে গিয়ে জালে পাঠান ডাচ ফরোয়ার্ড সামারভিল। পিছিয়ে পড়ার সাত মিনিটের মাথায় অবশেষে জালের দেখা পায় ইউনাইটেড। দুই সতীর্থের হেড হয়ে গোলমুখে বল পেয়ে হেডেই গোলটি করেন কাসেমিরো। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ইউনাইটেডের বক্সে তাদের ডিফেন্ডার মাটাইস ডি লিখট প্রতিপক্ষের ইঙ্গসকে ফাউল করলে, ভিএআর মনিটরে সময় নিয়ে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে জয়সূচক গোলটি করেন বোয়েন। লিগে ৯ ম্যাচে ইউনাইটেডের এটা চতুর্থ হার। তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ১৩ নম্বরে উঠেছে ওয়েস্ট হ্যাম। দিনের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ওয়েস্ট হ্যামের মাঠে হারল ইউনাইটেড

আপডেট সময় : ০৪:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

ক্রীডা ডেস্ক: প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর ফের পথ হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। পিছিয়ে পড়ার পর একবার ঘুরে দাঁড়ালেও, শেষ পর্যন্ত আর পারেনি তারা। শেষদিকের গোলে দারুণ এক জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরেছে এরিক টেন হাগের দল। সামারভিলের গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ার পর সমতা টানেন কাসেমিরো। যোগ করা সময়ের পেনাল্টি গোলে ব্যবধান গড়ে দেন জ্যারড বোয়েন।
লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের মাঠে জিতেছিল ইউনাইটেড। তবে, গত বৃহস্পতিবার ফের পথ হারিয়ে ইউরোপা লিগে ফেনেরবাচের সঙ্গে ১-১ ড্র করে তারা। আর এবার প্রথমার্ধে দারুণ পারফরম্যান্সে, অনেক সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের ব্যর্থতায় হেরেই গেল প্রিমিয়ার লিগের সফলতম দলটি। ম্যাচ শুরু হতেই এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। কিন্তু ভাগ্য সহায় হয়নি; আলেহান্দ্রো গার্নাচোর শট ক্রসবারে বাধা পায়। এরপর একের পর এক আক্রমণ করতে থাকে সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণাত্মক ফুটবলে চাপ ধরে রাখে দলটি; কিন্তু গোলের দেখা মিলছিল না। উল্টো বিরতির পর একটু একটু করে পাল্টা চাপ দেওয়া ওয়েস্ট হ্যাম দারুন এক আক্রমণে ৭৪তম মিনিটে প্রতিপক্ষকে স্তব্ধ করে দেয়। সতীর্থের পাস বক্সের মাঝে পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি ড্যানি ইঙ্গস। দূরের পোস্ট দিয়ে বল বেরিয়ে যাচ্ছিল, ছুটে গিয়ে জালে পাঠান ডাচ ফরোয়ার্ড সামারভিল। পিছিয়ে পড়ার সাত মিনিটের মাথায় অবশেষে জালের দেখা পায় ইউনাইটেড। দুই সতীর্থের হেড হয়ে গোলমুখে বল পেয়ে হেডেই গোলটি করেন কাসেমিরো। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ইউনাইটেডের বক্সে তাদের ডিফেন্ডার মাটাইস ডি লিখট প্রতিপক্ষের ইঙ্গসকে ফাউল করলে, ভিএআর মনিটরে সময় নিয়ে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে জয়সূচক গোলটি করেন বোয়েন। লিগে ৯ ম্যাচে ইউনাইটেডের এটা চতুর্থ হার। তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ১৩ নম্বরে উঠেছে ওয়েস্ট হ্যাম। দিনের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা।